প্রথম সেশনে নাঈমের ২ উইকেট, শ্রীলঙ্কার সংগ্রহ ৭৩
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১২:৫৩
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন সমান সমান কাটলো বাংলাদেশ-শ্রীলঙ্কার। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা।
সফরকারীদের দুই ওপেনারকে ফেরান স্পিনার নাঈম হাসান। দলীয় ২৩ রানে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর নাঈমের বলে লিটন দাসের গ্লাভসবন্দী হোন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো (৩৬)। ব্যাটিংয়ে আছেন লঙ্কানদের দুই অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস (২৭) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (০)।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে গাড়ি দুর্ঘটনায় নিহত সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রথম দিন শুরু করে দু’দল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১২:৫৩

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন সমান সমান কাটলো বাংলাদেশ-শ্রীলঙ্কার। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা।
সফরকারীদের দুই ওপেনারকে ফেরান স্পিনার নাঈম হাসান। দলীয় ২৩ রানে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে (৯) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর নাঈমের বলে লিটন দাসের গ্লাভসবন্দী হোন আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো (৩৬)। ব্যাটিংয়ে আছেন লঙ্কানদের দুই অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস (২৭) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (০)।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে গাড়ি দুর্ঘটনায় নিহত সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রথম দিন শুরু করে দু’দল।
শেয়ার করুন