হ্যাটট্রিকের সুযোগ ছেড়ে দিয়ে এমবাপ্পেকে পেনাল্টি উপহার মেসির
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১৪:৪৭
ম্যাচ শুরুর মাত্র ষষ্ঠ মিনিটে গোল লিওনেল মেসির। এরপর ২০তম মিনিটে পিএসজির স্কোরবোর্ডে ফের আর্জেন্টাইন ফরোয়ার্ডের নাম। মেসির দুটি গোলেই অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপ্পে।
সতীর্থকে তার সাহায্যের প্রতিদান ঠিকই দিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। ৬০তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পট-কিক নিলে ফরাসি জায়ান্টদের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতেন মেসি।
কিন্তু সেই সুযোগ তিনি নিলেন না। বল ঠেলে দিলেন এমবাপ্পেকে। স্পট-কিকে পিএসজির চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ান শিরোপা আগেই নিশ্চিত করে ফেলা মাউরিসিও পচেত্তিনোর দল মঁপেলিয়ারকের তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে। পিএসজির হয়ে ২৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন আনহেল দি মারিয়া।
লিগে আর মাত্র এক ম্যাচ বাকি ফরাসি জায়ান্টদের। আগামী শনিবার শেষ ম্যাচে পিএসজি মুখোমুখি হবে মেতজের। সেই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮৬।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১৪:৪৭

ম্যাচ শুরুর মাত্র ষষ্ঠ মিনিটে গোল লিওনেল মেসির। এরপর ২০তম মিনিটে পিএসজির স্কোরবোর্ডে ফের আর্জেন্টাইন ফরোয়ার্ডের নাম। মেসির দুটি গোলেই অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপ্পে।
সতীর্থকে তার সাহায্যের প্রতিদান ঠিকই দিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। ৬০তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পট-কিক নিলে ফরাসি জায়ান্টদের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেতেন মেসি।
কিন্তু সেই সুযোগ তিনি নিলেন না। বল ঠেলে দিলেন এমবাপ্পেকে। স্পট-কিকে পিএসজির চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ান শিরোপা আগেই নিশ্চিত করে ফেলা মাউরিসিও পচেত্তিনোর দল মঁপেলিয়ারকের তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে। পিএসজির হয়ে ২৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন আনহেল দি মারিয়া।
লিগে আর মাত্র এক ম্যাচ বাকি ফরাসি জায়ান্টদের। আগামী শনিবার শেষ ম্যাচে পিএসজি মুখোমুখি হবে মেতজের। সেই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮৬।
শেয়ার করুন