শেষ ম্যাচের দিকে তাকিয়ে মিলান-ইন্টার
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১১:২১
সিরি’আর চলতি মৌসুমের শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এসি মিলান ও ইন্টার মিলানকে।
১১ বছর পর লিগ জয়ের নিশ্বাস দূরত্বে মিলান। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিল নগর প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার।
ঘরের মাঠ সান সিরোতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে কাজটা আগেই সেরে রেখেছিল স্তেফানো পিওলির দল। তাকিয়ে ছিল নেরাজ্জুরিদের ম্যাচের দিকে। ইন্টার ড্র বা হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত মিলানের।
তবে লড়াই শেষ রাউন্ডে নিয়ে গেল ইন্টার। লওতারো মার্তিনেসের জোড়া গোলে কালিয়ারিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিমোনে ইনজাঘির দল।
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে ইন্টার। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মিলান। আগামী রবিবার শেষ ম্যাচে সাসৌলোর মাঠে নামবে তারা।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে ইন্টার আতিথেয়তা দেবে সাম্পোদেরিয়াকে। শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মিলান শহরের এই দুই ক্লাবের জন্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১১:২১

সিরি’আর চলতি মৌসুমের শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এসি মিলান ও ইন্টার মিলানকে।
১১ বছর পর লিগ জয়ের নিশ্বাস দূরত্বে মিলান। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিল নগর প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার।
ঘরের মাঠ সান সিরোতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে কাজটা আগেই সেরে রেখেছিল স্তেফানো পিওলির দল। তাকিয়ে ছিল নেরাজ্জুরিদের ম্যাচের দিকে। ইন্টার ড্র বা হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত মিলানের।
তবে লড়াই শেষ রাউন্ডে নিয়ে গেল ইন্টার। লওতারো মার্তিনেসের জোড়া গোলে কালিয়ারিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিমোনে ইনজাঘির দল।
৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে ইন্টার। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মিলান। আগামী রবিবার শেষ ম্যাচে সাসৌলোর মাঠে নামবে তারা।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে ইন্টার আতিথেয়তা দেবে সাম্পোদেরিয়াকে। শিরোপা জয়ের জন্য শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মিলান শহরের এই দুই ক্লাবের জন্য।