৬৮ রানের লিড নিয়ে থামল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২২ ১৬:৫৯
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংস শেষে ৬৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় টাইগাররা থামে ৪৬৫ রানে।
৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকেরা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান।
৫৩ রান নিয়ে মুশফিকুর রহিম এবং ৫৪ রান নিয়ে উইকেটরক্ষক লিটন দাস দিন শুরু করেন। দ্বিতীয় সেশনের শুরুতে থামে দুজনের ১৬৫ রানের জুটি। লিটন ফেরেন ৮৮ রানে। এরপর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক।
২৮২ বলে ১০৫ রানে এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। চতুর্থ দিন শুরু করে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক গড়েন মুশফিক।
লঙ্কানদের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার কাসুন রাজিথা। ৩ উইকেট নেন আশিথা ফার্নান্দো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ মে, ২০২২ ১৬:৫৯

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংস শেষে ৬৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় টাইগাররা থামে ৪৬৫ রানে।
৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকেরা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ সুবাদে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান।
৫৩ রান নিয়ে মুশফিকুর রহিম এবং ৫৪ রান নিয়ে উইকেটরক্ষক লিটন দাস দিন শুরু করেন। দ্বিতীয় সেশনের শুরুতে থামে দুজনের ১৬৫ রানের জুটি। লিটন ফেরেন ৮৮ রানে। এরপর টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক।
২৮২ বলে ১০৫ রানে এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। চতুর্থ দিন শুরু করে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক গড়েন মুশফিক।
লঙ্কানদের হয়ে ৪ উইকেট নিয়েছেন পেসার কাসুন রাজিথা। ৩ উইকেট নেন আশিথা ফার্নান্দো।
শেয়ার করুন