করুনারত্নেকেও ফেরালেন তাউজুল
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৩:০৬
মধ্যাহ্নভোজ থেকে ফেরার পরপরই টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি উদযাপন করেন দিমুথ করুনারত্নে। তবে এর পর বেশিক্ষণ টিকতে পারেনি তিনি।
উইকেটে গেঁড়ে বসা শ্রীলঙ্কান ওপেনার-অধিনায়ককেও সাজঘরে ফেরালেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম করুনারত্নের ১৩৮ বলে ৫২ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চারে। ১৮ রানে দিন শুরু করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৫ উইকেটে করেছে ১৫২ রান। ব্যাটিংয়ে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা (২৬) ও দিনেশ চান্দিমাল (২)।
সফরকারীরা ৮৪ রানের লিড নিয়েছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংস করে ৩৯৭ রান। ২ উইকেটে ৩৯ রানে দিন শুরু করে তারা। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন করুনারত্নে ও কুশল মেন্ডিস।
তবে প্রথম সেশনে বড় দুই উইকেট নিয়ে রোমাঞ্চ জমিয়ে তোলেন তাইজুল। মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফেরান তিনি।
ফিফটি থেকে ২ রান দূরে থাকা মেন্ডিসকে বোল্ড করেন তিনি। এরপর প্রথম ইনিংসে ১৯৯ রান করা ম্যাথিউসকে ডাক উপহার দেন তাইজুল। আগেরদিন শেষ উইকেট ‘নাইট ওয়াচ ম্যাচ’ হিসেবে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে (২) বোল্ড করে দিন শেষ করেছিলেন। তার আগে তাইজুল দুর্দান্ত থ্রোয়ে রান আউট করেন ওপেনার ওশাদা ফার্নান্দোকে (১৯)।
বাংলাদেশ প্রথম ইনিংস করে ৯ উইকেটে করে ৪৬৫ রান। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় সেখানেই থামে টাইগাররা। তাতে ৬৮ রানের লিড পায় স্বাগতিক দল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৩:০৬

মধ্যাহ্নভোজ থেকে ফেরার পরপরই টেস্ট ক্যারিয়ারের ২৮তম ফিফটি উদযাপন করেন দিমুথ করুনারত্নে। তবে এর পর বেশিক্ষণ টিকতে পারেনি তিনি।
উইকেটে গেঁড়ে বসা শ্রীলঙ্কান ওপেনার-অধিনায়ককেও সাজঘরে ফেরালেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম করুনারত্নের ১৩৮ বলে ৫২ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চারে। ১৮ রানে দিন শুরু করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৫ উইকেটে করেছে ১৫২ রান। ব্যাটিংয়ে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা (২৬) ও দিনেশ চান্দিমাল (২)।
সফরকারীরা ৮৪ রানের লিড নিয়েছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংস করে ৩৯৭ রান। ২ উইকেটে ৩৯ রানে দিন শুরু করে তারা। চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন করুনারত্নে ও কুশল মেন্ডিস।
তবে প্রথম সেশনে বড় দুই উইকেট নিয়ে রোমাঞ্চ জমিয়ে তোলেন তাইজুল। মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফেরান তিনি।
ফিফটি থেকে ২ রান দূরে থাকা মেন্ডিসকে বোল্ড করেন তিনি। এরপর প্রথম ইনিংসে ১৯৯ রান করা ম্যাথিউসকে ডাক উপহার দেন তাইজুল। আগেরদিন শেষ উইকেট ‘নাইট ওয়াচ ম্যাচ’ হিসেবে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে (২) বোল্ড করে দিন শেষ করেছিলেন। তার আগে তাইজুল দুর্দান্ত থ্রোয়ে রান আউট করেন ওপেনার ওশাদা ফার্নান্দোকে (১৯)।
বাংলাদেশ প্রথম ইনিংস করে ৯ উইকেটে করে ৪৬৫ রান। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় সেখানেই থামে টাইগাররা। তাতে ৬৮ রানের লিড পায় স্বাগতিক দল।