ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নেই শরীফুল
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৩:৪১
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে পরিবর্তন এসেছে একটি।
সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া পেসার শরীফুল ইসলামকে ছাড়া ঘোষণা করা হলো ঢাকা টেস্টের দল। তার বদলি হিসেবে নতুন কাউকে ঢাকা টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম ইনিংস হাতে চোট পান শরীফুল। ‘রিটায়ার্ড হার্ট’ হওয়া এই পেসারকে ছাড়াই পঞ্চম ও শেষদিনে মাঠে নেমেছে টাইগাররা।
ঢাকা টেস্ট শুরু হবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকা টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৩:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে পরিবর্তন এসেছে একটি।
সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া পেসার শরীফুল ইসলামকে ছাড়া ঘোষণা করা হলো ঢাকা টেস্টের দল। তার বদলি হিসেবে নতুন কাউকে ঢাকা টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম ইনিংস হাতে চোট পান শরীফুল। ‘রিটায়ার্ড হার্ট’ হওয়া এই পেসারকে ছাড়াই পঞ্চম ও শেষদিনে মাঠে নেমেছে টাইগাররা।
ঢাকা টেস্ট শুরু হবে ২৩ মে, মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ঢাকা টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।