চোটে পুরো মৌসুম শেষ আর্চারের
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৮:০২
ফের চোটে পড়েছেন জোফরা আর্চার। পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ পেসারকে। নতুন করে পিঠের নিচে চোট পেয়েছেন আর্চার।
২৭ বছর বয়সী তারকার এটা আরেক বিপত্তি। গত জুলাইয়ে সর্বশেষ খেলতে দেখা গেছে আর্চারকে। কনুইয়ে অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে তিনি।
সেই চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ছিলেন আর্চার। এই মাসে ঘরোয়া ক্রিকেটে খেলারও আশায় ছিলেন। কিন্তু গত সপ্তাহে পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও আর্চারকে পাবে না ইংল্যান্ড। এই ডানহাতি পেসার মাঠে ফিরবেন কবে তা অনিশ্চিত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
ইংলিশদের হয়ে ১৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন আর্চার। সব মিলিয়ে ৮৬টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ মে, ২০২২ ১৮:০২

ফের চোটে পড়েছেন জোফরা আর্চার। পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ পেসারকে। নতুন করে পিঠের নিচে চোট পেয়েছেন আর্চার।
২৭ বছর বয়সী তারকার এটা আরেক বিপত্তি। গত জুলাইয়ে সর্বশেষ খেলতে দেখা গেছে আর্চারকে। কনুইয়ে অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে তিনি।
সেই চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ছিলেন আর্চার। এই মাসে ঘরোয়া ক্রিকেটে খেলারও আশায় ছিলেন। কিন্তু গত সপ্তাহে পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও আর্চারকে পাবে না ইংল্যান্ড। এই ডানহাতি পেসার মাঠে ফিরবেন কবে তা অনিশ্চিত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)
ইংলিশদের হয়ে ১৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন আর্চার। সব মিলিয়ে ৮৬টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন তিনি।
শেয়ার করুন