৬০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মরিনহোর শিষ্য
অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২২ ১৩:৪৫
সিরি’আর চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে রোমা। তুরিনে তোরিনোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনহোর দল।
রোমার হয়ে ম্যাচের প্রথম গোল দু’টি করেন ট্যামি আব্রাহাম। সেই সঙ্গে ৬০ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। রোমান গ্ল্যাডিয়েটরদের হয়ে সিরি’আয় নিজের প্রথম মৌসুমেই ১৭ গোল করলেন আব্রাহাম।
ইংলিশদের মধ্যে ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করলেন চেলসি ও অ্যাস্টন ভিলার সাবেক তারকা। আগের রেকর্ডটি ছিল গ্যারি হিচেন্সের। ১৯৬১-৬২ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ১৬ গোল করেছিলেন ৪৮ বছর বয়সে মৃতুবরণ করা সাবেক এই ফরোয়ার্ড।
রোমা সিরি’আর মৌসুম শেষ করলো ষষ্ঠ স্থানে থেকে। সেই সঙ্গে আগামী ইউরোপা লিগও নিশ্চিত করল মরিনহোর শিষ্যরা। আগামী বুধবার ডাচ ক্লাব ফেইনুর্দের বিপক্ষে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল খেলবে রোমা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২২ ১৩:৪৫

সিরি’আর চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে রোমা। তুরিনে তোরিনোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনহোর দল।
রোমার হয়ে ম্যাচের প্রথম গোল দু’টি করেন ট্যামি আব্রাহাম। সেই সঙ্গে ৬০ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। রোমান গ্ল্যাডিয়েটরদের হয়ে সিরি’আয় নিজের প্রথম মৌসুমেই ১৭ গোল করলেন আব্রাহাম।
ইংলিশদের মধ্যে ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করলেন চেলসি ও অ্যাস্টন ভিলার সাবেক তারকা। আগের রেকর্ডটি ছিল গ্যারি হিচেন্সের। ১৯৬১-৬২ মৌসুমে ইন্টার মিলানের হয়ে ১৬ গোল করেছিলেন ৪৮ বছর বয়সে মৃতুবরণ করা সাবেক এই ফরোয়ার্ড।
রোমা সিরি’আর মৌসুম শেষ করলো ষষ্ঠ স্থানে থেকে। সেই সঙ্গে আগামী ইউরোপা লিগও নিশ্চিত করল মরিনহোর শিষ্যরা। আগামী বুধবার ডাচ ক্লাব ফেইনুর্দের বিপক্ষে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল খেলবে রোমা।
শেয়ার করুন