মোহনবাগানের বিপক্ষে হারল বসুন্ধরা কিংস
অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২২ ২০:১৩
মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু কলকাতার ক্লাবটির বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ সল্ট লেক স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে হুয়ান ফেরান্দোর দল। হ্যাটট্রিক করেছেন মোহনবাগানের উইঙ্গার লিস্টন কোলাকো।
এএফসি কাপের `ডি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে হেরেছিল মোহন বাগান। তবে এবার প্রায় সাড়ে ৩৪ হাজার সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াল ঐতিহ্যবাহী ক্লাবটি।
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ম্যারিনার’রা। পরে বিরতির পর আরও দুই গোল হজম করে অস্কার ব্রুজনের দল। ২৪, ৩৩ ও ৫৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন কোলাকো। মোহনবাগানের হয়ে ৭৭তম মিনিটে চতুর্থ গোলটি করেন ডেভিড উইলিয়ামস।
পুরো ম্যাচে সমানতালে লড়েও জালের দেখা পায়নি বসুন্ধরা কিংস। দুর্ভাগ্যই বলতে হবে ব্রুজনের শিষ্যদের। ৪৯ শতাংশ বল দখলে রেখে ১৭ শট নিয়েছে বাংলাদেশ জায়ান্টরা। তার মধ্যে ৪ শট ছিল লক্ষ্যে। অন্যদিকে মোহনবাগান ১২ শট নিয়েছে, যেখানে লক্ষ্যে ছিল ৫ শট। আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস।
ম্যাচের শুরুতেই বিরূপ আবহাওয়া সামাল দিতে হয়েছে ব্রুজনের দলকে। ঝড়-বৃষ্টিতে ম্যাচ শুরুর ১২তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পবে তিনে আছে বসন্ধরা কিংস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে কেরালা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ মে, ২০২২ ২০:১৩

মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু কলকাতার ক্লাবটির বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ সল্ট লেক স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে হুয়ান ফেরান্দোর দল। হ্যাটট্রিক করেছেন মোহনবাগানের উইঙ্গার লিস্টন কোলাকো।
এএফসি কাপের `ডি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে হেরেছিল মোহন বাগান। তবে এবার প্রায় সাড়ে ৩৪ হাজার সমর্থকদের সামনে ঘুরে দাঁড়াল ঐতিহ্যবাহী ক্লাবটি।
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ম্যারিনার’রা। পরে বিরতির পর আরও দুই গোল হজম করে অস্কার ব্রুজনের দল। ২৪, ৩৩ ও ৫৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন কোলাকো। মোহনবাগানের হয়ে ৭৭তম মিনিটে চতুর্থ গোলটি করেন ডেভিড উইলিয়ামস।
পুরো ম্যাচে সমানতালে লড়েও জালের দেখা পায়নি বসুন্ধরা কিংস। দুর্ভাগ্যই বলতে হবে ব্রুজনের শিষ্যদের। ৪৯ শতাংশ বল দখলে রেখে ১৭ শট নিয়েছে বাংলাদেশ জায়ান্টরা। তার মধ্যে ৪ শট ছিল লক্ষ্যে। অন্যদিকে মোহনবাগান ১২ শট নিয়েছে, যেখানে লক্ষ্যে ছিল ৫ শট। আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস।
ম্যাচের শুরুতেই বিরূপ আবহাওয়া সামাল দিতে হয়েছে ব্রুজনের দলকে। ঝড়-বৃষ্টিতে ম্যাচ শুরুর ১২তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাদের।
এই হারে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পবে তিনে আছে বসন্ধরা কিংস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে কেরালা।