অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ভেট্টোরি
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১২:২২
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সহযোগী হিসেবে কাজ করবেন তিনি।
কেবল ভেট্টোরি নয়, আগামী মাসে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আন্দ্রে বোরোবেককেও। ভিক্টোরিয়ান ক্রিকেট ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইতোমধ্যে বোরোবেক শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন।
খেলা ছাড়ার পর থেকে কোচিং জীবন শুরু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টোরির। এই অলরাউন্ডার কিউইদের হয়ে ১১৩ টেস্ট ও ২৯৫টি ওয়ানডে খেলেছেন।
ভেট্টোরিকে কোচিং দলের সদস্য হিসেবে পেয়ে ম্যাকডোনাল্ড জানান, সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের জ্ঞান ও অভিজ্ঞতা অমূল্য।
এর আগে ভেট্টোরি ও ম্যাকডোনাল্ড সতীর্থ ছিলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পরে আরসিবির প্রধান কোচের দায়িত্বও পালন করেন ভেট্টোরি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১২:২২

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সহযোগী হিসেবে কাজ করবেন তিনি।
কেবল ভেট্টোরি নয়, আগামী মাসে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আন্দ্রে বোরোবেককেও। ভিক্টোরিয়ান ক্রিকেট ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইতোমধ্যে বোরোবেক শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন।
খেলা ছাড়ার পর থেকে কোচিং জীবন শুরু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টোরির। এই অলরাউন্ডার কিউইদের হয়ে ১১৩ টেস্ট ও ২৯৫টি ওয়ানডে খেলেছেন।
ভেট্টোরিকে কোচিং দলের সদস্য হিসেবে পেয়ে ম্যাকডোনাল্ড জানান, সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের জ্ঞান ও অভিজ্ঞতা অমূল্য।
এর আগে ভেট্টোরি ও ম্যাকডোনাল্ড সতীর্থ ছিলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। পরে আরসিবির প্রধান কোচের দায়িত্বও পালন করেন ভেট্টোরি।