মেন্ডিসকে ফেরালেন সাকিব
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১৭:২৪
দ্বিতীয় দিনের শেষদিকে এসে কুশল মেন্ডিসকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন সাকিব আল হাসান। তবে দু’বার জীবন পেয়ে বেঁচে গেছেন ওপেনার-অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন করুনারত্নে (৭০) ও ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা কাসুন রাজিথা (০)। লঙ্কানরা এখনো পিছিয়ে আছে ২২২ রানে।
এর আগে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন এবাদত হোসেন। ওশাদা ফার্নান্দোর দুর্বল শট তালুবন্দী করেন নাজমুল হোসেন শান্ত। ৯১ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রান করে ফেরেন ওশাদা। চা বিরতিতে যাওয়ার আগে ফিফটির দেখা পান তিনি।
সাজঘরে ফেরার আগে অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন ওশাদা। এরপর করুনারত্নে ৪৪ রানের জুটি গড়েন মেন্ডিসের সঙ্গে।
বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। লিটন দাস করেন ১৪১ রান। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টাইগাররা। মুশফিক ১১৫ এবং লিটন ১৩৫ রানে ব্যাটিংয়ে নামেন।
লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন পেসার কাসুন রাজিথা। আরেক পেসার আশিথা ফার্নান্দো নেন ৪ উইকেট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ মে, ২০২২ ১৭:২৪

দ্বিতীয় দিনের শেষদিকে এসে কুশল মেন্ডিসকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন সাকিব আল হাসান। তবে দু’বার জীবন পেয়ে বেঁচে গেছেন ওপেনার-অধিনায়ক দিমুথ করুনারত্নে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন করুনারত্নে (৭০) ও ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামা কাসুন রাজিথা (০)। লঙ্কানরা এখনো পিছিয়ে আছে ২২২ রানে।
এর আগে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন এবাদত হোসেন। ওশাদা ফার্নান্দোর দুর্বল শট তালুবন্দী করেন নাজমুল হোসেন শান্ত। ৯১ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রান করে ফেরেন ওশাদা। চা বিরতিতে যাওয়ার আগে ফিফটির দেখা পান তিনি।
সাজঘরে ফেরার আগে অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন ওশাদা। এরপর করুনারত্নে ৪৪ রানের জুটি গড়েন মেন্ডিসের সঙ্গে।
বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৬৫ রানে। ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। লিটন দাস করেন ১৪১ রান। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টাইগাররা। মুশফিক ১১৫ এবং লিটন ১৩৫ রানে ব্যাটিংয়ে নামেন।
লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন পেসার কাসুন রাজিথা। আরেক পেসার আশিথা ফার্নান্দো নেন ৪ উইকেট।