ছোটবেলায় এসি মিলানের সমর্থক ছিলেন এমবাপ্পে
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৩:০২
কিলিয়ান এমবাপ্পে জানিয়ছেন, কৈশোরে তিনি এসি মিলানের সমর্থক ছিলেন। এমনকি তিনি এ-ও অঙ্গীকার করেছিলেন, যদি কখনো ইতালিতে যান তবে এই ক্লাবটি ছাড়া আর কোথাও খেলবেন না তিনি।
সম্প্রতি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ফরাসি ফরোয়ার্ড। ২০২৫ পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে চলে এলেও ‘ইউটার্ন’ নিয়ে প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। আর তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে অনেক আলোচনা-সমালোচনা।
তবে এসবের মধ্যেই এমবাপ্পে জানালেন, তার ছোটবেলাকার প্রিয় ক্লাব সম্পর্কে। কৈশোরে ২৩ বছর বয়সী তারকা ছিলেন রোজোনেরিদের সমর্থক।
ইতালির লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্টকে তিনি বলেন, ‘এসি মিলানের সঙ্গে আর যোগাযোগ অত্যন্ত স্পেশাল। ছোটবেলায় আমার একজন ইতালিয়ান নানি ছিলেন এবং তার পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটতো। যারা ছিল সবাই এসি মিলানের সমর্থক। তাই, তাদের ধন্যবাদ। আমি সব সময় রোজোনেরিদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করি এবং এসি মিলানের খেলা দেখি সব সময়।’
সদ্য সমাপ্ত মৌসুমে সিরি’আ জিতেছে এসি মিলান। ১১ বছর বছর পর স্কুদেত্তো জিতেছে রোজোনেরিরা। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতেছে স্তেফানো পিওলির দল। ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোজোনেরিরা।
মিলানের শিরোপা জয়ে উচ্ছ্বসিত এমবাপ্পেও। তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলি: যদি ইতালিতে খেলি, তাহলে এটি হবে কেবল এসি মিলানে। সিরিয়াসলি, আমি কেবল এসি মিলানের স্কুদেত্তো জয়ে অভিনন্দন জানাতে পারি, যেখানে আমার অনেক ফরাসি বন্ধু আছে এবং আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি কিংবদন্তি, আমি তাকে অনেক সম্মান করি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৩:০২

কিলিয়ান এমবাপ্পে জানিয়ছেন, কৈশোরে তিনি এসি মিলানের সমর্থক ছিলেন। এমনকি তিনি এ-ও অঙ্গীকার করেছিলেন, যদি কখনো ইতালিতে যান তবে এই ক্লাবটি ছাড়া আর কোথাও খেলবেন না তিনি।
সম্প্রতি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ফরাসি ফরোয়ার্ড। ২০২৫ পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে থাকবেন তিনি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে চলে এলেও ‘ইউটার্ন’ নিয়ে প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। আর তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে অনেক আলোচনা-সমালোচনা।
তবে এসবের মধ্যেই এমবাপ্পে জানালেন, তার ছোটবেলাকার প্রিয় ক্লাব সম্পর্কে। কৈশোরে ২৩ বছর বয়সী তারকা ছিলেন রোজোনেরিদের সমর্থক।
ইতালির লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্টকে তিনি বলেন, ‘এসি মিলানের সঙ্গে আর যোগাযোগ অত্যন্ত স্পেশাল। ছোটবেলায় আমার একজন ইতালিয়ান নানি ছিলেন এবং তার পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটতো। যারা ছিল সবাই এসি মিলানের সমর্থক। তাই, তাদের ধন্যবাদ। আমি সব সময় রোজোনেরিদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করি এবং এসি মিলানের খেলা দেখি সব সময়।’
সদ্য সমাপ্ত মৌসুমে সিরি’আ জিতেছে এসি মিলান। ১১ বছর বছর পর স্কুদেত্তো জিতেছে রোজোনেরিরা। নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতেছে স্তেফানো পিওলির দল। ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোজোনেরিরা।
মিলানের শিরোপা জয়ে উচ্ছ্বসিত এমবাপ্পেও। তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলি: যদি ইতালিতে খেলি, তাহলে এটি হবে কেবল এসি মিলানে। সিরিয়াসলি, আমি কেবল এসি মিলানের স্কুদেত্তো জয়ে অভিনন্দন জানাতে পারি, যেখানে আমার অনেক ফরাসি বন্ধু আছে এবং আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি কিংবদন্তি, আমি তাকে অনেক সম্মান করি।’