শ্রীলঙ্কার স্বাস্থ্য খাতকে সাড়ে ১৭ কোটি টাকা দিচ্ছে এসএলসি
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৫:৩৬
প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য শ্রীলঙ্কার স্বাস্থ্য খাতকে ২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি ৫৬ লাখ টাকা) অনুদান দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি। মঙ্গলবার (২৪ মে) এসএলসি নির্বাহী কমিটির এক সভায় এই অনুদানের অনুমোদন দেওয়া হয়।
শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ওয়েবসাইটে জানায়, শিশুদের যত্নের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে তারা অনুদানের ১ মিলিয়ন ডলার দেবে লেডি রিজওয়ে হসপিটাল ফর চিলড্রেনকে।
বাকি ১ মিলিয়ন ডলার দেওয়া হবে দেশটির জাতীয় ক্যানসার হাসপাতালকে। ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য এই অর্থ খরচ করা হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সম্মানিত প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেন, ‘দেশের এই মুহূর্তে এই অনুদান দিতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট অত্যন্ত খুশি, এবং আমরা এই চ্যালেঞ্জিং সময়ে দেশকে সম্পূর্ণ সহযোগিতা করব।’
সাম্প্রতিক সময়ে খুব খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চরম বৈদেশিক মুদ্রা সংকটের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে। খাদ্য ও ওষুধের পাশাপাশি জনগণ বিদ্যুৎ সংকটের ভোগান্তি এবং উচ্চ মুদ্রাস্ফীতির সংকট মোকাবিলা করছে।
পূর্ববর্তী বছরের তুলনায় গত মাসে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৩.৮ শতাংশ এবং খাদ্য মূল্যের স্ফীতি ৪৫.১ শতাংশ ছাড়িয়ে গেছে।
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি কয়েক মাস ধরে ভয়াবহ অর্থ সংকট এবং সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রয়েছে , যা মে মাসের শুরুর দিকে প্রাণঘাতী সহিংসতায় পরিণত হয়। এতে অন্তত ৯ জন প্রাণ হারায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৫:৩৬

প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য শ্রীলঙ্কার স্বাস্থ্য খাতকে ২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি ৫৬ লাখ টাকা) অনুদান দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড এসএলসি। মঙ্গলবার (২৪ মে) এসএলসি নির্বাহী কমিটির এক সভায় এই অনুদানের অনুমোদন দেওয়া হয়।
শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ওয়েবসাইটে জানায়, শিশুদের যত্নের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে তারা অনুদানের ১ মিলিয়ন ডলার দেবে লেডি রিজওয়ে হসপিটাল ফর চিলড্রেনকে।
বাকি ১ মিলিয়ন ডলার দেওয়া হবে দেশটির জাতীয় ক্যানসার হাসপাতালকে। ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য এই অর্থ খরচ করা হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সম্মানিত প্রেসিডেন্ট শাম্মি সিলভা বলেন, ‘দেশের এই মুহূর্তে এই অনুদান দিতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট অত্যন্ত খুশি, এবং আমরা এই চ্যালেঞ্জিং সময়ে দেশকে সম্পূর্ণ সহযোগিতা করব।’
সাম্প্রতিক সময়ে খুব খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চরম বৈদেশিক মুদ্রা সংকটের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ায় ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে। খাদ্য ও ওষুধের পাশাপাশি জনগণ বিদ্যুৎ সংকটের ভোগান্তি এবং উচ্চ মুদ্রাস্ফীতির সংকট মোকাবিলা করছে।
পূর্ববর্তী বছরের তুলনায় গত মাসে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৩.৮ শতাংশ এবং খাদ্য মূল্যের স্ফীতি ৪৫.১ শতাংশ ছাড়িয়ে গেছে।
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি কয়েক মাস ধরে ভয়াবহ অর্থ সংকট এবং সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রয়েছে , যা মে মাসের শুরুর দিকে প্রাণঘাতী সহিংসতায় পরিণত হয়। এতে অন্তত ৯ জন প্রাণ হারায়।