টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন তামিম, মুশফিক, লিটন
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৮:০৭
সদ্য হালনাগাদ হওয়া আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস। বাংলাদেশ-শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রান করেন লিটন। সেঞ্চুরি বঞ্চিত হলেও টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।
চার ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন মুশফিক। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। এই টেস্টে সেঞ্চুরি পান তামিমও। র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি। ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে বসেছেন টাইগার ওপেনার।
বড় লাফ দিয়েছেন মাহমুদুল হাসান জয়ও। চট্টগ্রাম টেস্টে ফিফটি করে ৯ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে জায়গা করে নিয়েছেন এই ওপেনার। লঙ্কান ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৮:০৭

সদ্য হালনাগাদ হওয়া আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস। বাংলাদেশ-শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রান করেন লিটন। সেঞ্চুরি বঞ্চিত হলেও টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।
চার ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন মুশফিক। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। এই টেস্টে সেঞ্চুরি পান তামিমও। র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি। ৮ ধাপ এগিয়ে ২৭তম স্থানে বসেছেন টাইগার ওপেনার।
বড় লাফ দিয়েছেন মাহমুদুল হাসান জয়ও। চট্টগ্রাম টেস্টে ফিফটি করে ৯ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে জায়গা করে নিয়েছেন এই ওপেনার। লঙ্কান ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালের।