ফিট হয়ে ফিরলেন ইয়াসির
অনলাইন ডেস্ক | ২২ জুন, ২০২২ ১৮:৩৭
টেস্ট ক্রিকেটে ফিরছেন ইয়াসির শাহকে। সম্পূর্ণ ফিট হয়ে উঠে দলে ঢুকেছেন ৩৬ বছর বয়সী লেগ-স্পিনার। গত বছর জাতীয় টি-টোয়েন্টি কাপে বুড়ো আঙুলে চোট পেয়ে সাইডলাইনে চলে যান ইয়াসির। ২০২১ সালের আগস্টে সর্বশেষ টেস্ট খেলতে দেখা গেছে তাকে। এবার প্রায় বছরখানেক পর দলে ঢুকলেন।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির। সাজিদ খানের বিকল্প হিসেবে দলে এলেন তিনি। ২০১৫ সালে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়ের নায়ক ছিলেন ইয়াসির। ১৯.৩৩ গড়ে নেন ২৪ উইকেট।
ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি। পাকিস্তান দলে নতুন মুখ সালমান আলী আগা।
লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২৫ জুন ইসলামাবাদে একত্রিত হবে পাকিস্তান। এরপর পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ৬ জুলাই দেশ ছাড়বে। সিরিজের প্রথম টেস্ট হবে ১৬ জুলাই, গলে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জুন, ২০২২ ১৮:৩৭

টেস্ট ক্রিকেটে ফিরছেন ইয়াসির শাহকে। সম্পূর্ণ ফিট হয়ে উঠে দলে ঢুকেছেন ৩৬ বছর বয়সী লেগ-স্পিনার। গত বছর জাতীয় টি-টোয়েন্টি কাপে বুড়ো আঙুলে চোট পেয়ে সাইডলাইনে চলে যান ইয়াসির। ২০২১ সালের আগস্টে সর্বশেষ টেস্ট খেলতে দেখা গেছে তাকে। এবার প্রায় বছরখানেক পর দলে ঢুকলেন।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন ইয়াসির। সাজিদ খানের বিকল্প হিসেবে দলে এলেন তিনি। ২০১৫ সালে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়ের নায়ক ছিলেন ইয়াসির। ১৯.৩৩ গড়ে নেন ২৪ উইকেট।
ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছিলেন তিনি। পাকিস্তান দলে নতুন মুখ সালমান আলী আগা।
লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২৫ জুন ইসলামাবাদে একত্রিত হবে পাকিস্তান। এরপর পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ৬ জুলাই দেশ ছাড়বে। সিরিজের প্রথম টেস্ট হবে ১৬ জুলাই, গলে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।