তার চোখে ভারতের চেয়ে পাকিস্তান ভালো দল
অনলাইন ডেস্ক | ২৩ জুন, ২০২২ ১৬:০২
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি উইকেটরক্ষক রশিদ লতিফ মনে করেন, চির প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে পাকিস্তান ভালো ক্রিকেট দল। দুই দলের তুলনা করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
লতিফ জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলকে আত্মবিশ্বাসী এবং বড় আশা দেখাচ্ছে। বিশ্বকাপের ফর্ম পাকিস্তান আসন্ন এশিয়া কাপেও দেখাতে পারবে মনে করেন তিনি।
ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে মনে করেন লতিফ, ‘পাকিস্তান ২০২২ এশিয়া কাপ জেতার ব্যাপারে আশাবাদী আমি।’
২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটারের ফেবারিট পাকিস্তান ও ভারত। লতিফ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, অন্য দলগুলোও প্রতিযোগিতাপূর্ণ। তবে এশিয়া কাপের প্রধান প্রতিযোগী ভারত ও পাকিস্তান।’
সাবেক এই উইকেটরক্ষক বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। লতিফ মনে করেন, ভারত এখনো ভালো দল হলেও পাকিস্তান দলে রয়েছে শীর্ষ তারকারা। যা চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাদের এগিয়ে রাখবে।
লতিফের ব্যাখ্যা, ‘কোনো সন্দেহ নেই ভারত ভালো দল। তবে পাকিস্তান এখন যেভাবে খেলছে তা উদাহরণ তৈরি করেছে। পাকিস্তান দলে শাহীন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় আছে। যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড়ও।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ জুন, ২০২২ ১৬:০২

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি উইকেটরক্ষক রশিদ লতিফ মনে করেন, চির প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে পাকিস্তান ভালো ক্রিকেট দল। দুই দলের তুলনা করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
লতিফ জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলকে আত্মবিশ্বাসী এবং বড় আশা দেখাচ্ছে। বিশ্বকাপের ফর্ম পাকিস্তান আসন্ন এশিয়া কাপেও দেখাতে পারবে মনে করেন তিনি।
ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়েছে মনে করেন লতিফ, ‘পাকিস্তান ২০২২ এশিয়া কাপ জেতার ব্যাপারে আশাবাদী আমি।’
২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটারের ফেবারিট পাকিস্তান ও ভারত। লতিফ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, অন্য দলগুলোও প্রতিযোগিতাপূর্ণ। তবে এশিয়া কাপের প্রধান প্রতিযোগী ভারত ও পাকিস্তান।’
সাবেক এই উইকেটরক্ষক বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। লতিফ মনে করেন, ভারত এখনো ভালো দল হলেও পাকিস্তান দলে রয়েছে শীর্ষ তারকারা। যা চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাদের এগিয়ে রাখবে।
লতিফের ব্যাখ্যা, ‘কোনো সন্দেহ নেই ভারত ভালো দল। তবে পাকিস্তান এখন যেভাবে খেলছে তা উদাহরণ তৈরি করেছে। পাকিস্তান দলে শাহীন আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় আছে। যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড়ও।’