মার্কিন ফুটবলে যাচ্ছেন বেল
অনলাইন ডেস্ক | ২৬ জুন, ২০২২ ১২:৫৭
ফ্রি ট্রান্সফারে যুক্তরাষ্ট্রের এমএলএসের দল লস অ্যাঞ্জেলস এফসিতে যেতে রাজি হয়েছেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।
৩২ বছর বয়সী তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদের ৯ বছরের সম্পর্ক শেষ হয়েছে জুনে। বর্তমানে বেল ফ্রি এজেন্ট। ‘ওয়ান হান্ড্রেড মিলিয়ন’ ম্যানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।
মাদ্রিদ থেকে ধারে ২০২১ সালে টটেনহামে ফিরেছিলেন বেল। তবে এক মৌসুম পর রিয়ালে ফিরলেও আগের মতো জ্বলে উঠতে পারেননি। ওয়েলস অধিনায়ক ফের টটেনহাম বা নিজ শহরের ক্লাব কার্ডিফেও ফিরতে পারেন, এমন গুঞ্জন চলছিল। তবে এখন শোনা যাচ্ছে, বেল যেতে পারেন মার্কিন ফুটবলে।
অবশ্য এলএএফসি এখনো এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তবে শনিবার বেল নিজে থেকে টুইট করেন, ‘শিগগিরই দেখা হচ্ছে, লস অ্যাঞ্জেলস’।
২০১৩ সালে বিশ্ব রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহাম ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তি করেন বেল। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ কয়েক মৌসুমে ছিলেন নিষ্প্রভ।
লস অ্যাঞ্জেলসে গেলে তিনি সতীর্থ হিসেবে পাবেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েলিনিকে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জুভেন্টাস ছেড়ে এই মাসের শুরুতে এলএএফসির সঙ্গে চুক্তি করেছেন তিনি।
See you soon, Los Angeles. ???? @LAFC @LAFC3252 pic.twitter.com/GVP8WVWLPe
— Gareth Bale (@GarethBale11) June 25, 2022
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ জুন, ২০২২ ১২:৫৭

ফ্রি ট্রান্সফারে যুক্তরাষ্ট্রের এমএলএসের দল লস অ্যাঞ্জেলস এফসিতে যেতে রাজি হয়েছেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।
৩২ বছর বয়সী তারকার সঙ্গে রিয়াল মাদ্রিদের ৯ বছরের সম্পর্ক শেষ হয়েছে জুনে। বর্তমানে বেল ফ্রি এজেন্ট। ‘ওয়ান হান্ড্রেড মিলিয়ন’ ম্যানের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা।
মাদ্রিদ থেকে ধারে ২০২১ সালে টটেনহামে ফিরেছিলেন বেল। তবে এক মৌসুম পর রিয়ালে ফিরলেও আগের মতো জ্বলে উঠতে পারেননি। ওয়েলস অধিনায়ক ফের টটেনহাম বা নিজ শহরের ক্লাব কার্ডিফেও ফিরতে পারেন, এমন গুঞ্জন চলছিল। তবে এখন শোনা যাচ্ছে, বেল যেতে পারেন মার্কিন ফুটবলে।
অবশ্য এলএএফসি এখনো এই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি। তবে শনিবার বেল নিজে থেকে টুইট করেন, ‘শিগগিরই দেখা হচ্ছে, লস অ্যাঞ্জেলস’।
২০১৩ সালে বিশ্ব রেকর্ড ৮৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহাম ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তি করেন বেল। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ কয়েক মৌসুমে ছিলেন নিষ্প্রভ।
লস অ্যাঞ্জেলসে গেলে তিনি সতীর্থ হিসেবে পাবেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েলিনিকে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জুভেন্টাস ছেড়ে এই মাসের শুরুতে এলএএফসির সঙ্গে চুক্তি করেছেন তিনি।
See you soon, Los Angeles. ???? @LAFC @LAFC3252 pic.twitter.com/GVP8WVWLPe
— Gareth Bale (@GarethBale11) June 25, 2022