দল নির্বাচন দেখে হতাশ কামরান
নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন, ২০২২ ১৩:৪৮
শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তার জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের দল নির্বাচন নিয়ে হতাশ পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। তার দাবি, ১৮ সদস্যের স্কোয়াডে কোনো খাঁটি অফ-স্পিনার নেই।
আকমল জানান, ‘শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াডে একজন খাঁটি অফ-স্পিনার নেই। সাজিদ খানকে খণ্ডকালীন অফ-স্পিনার দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। তবে এটা টেস্ট জয়ের তরিকা নয়’।
গত বুধবার দল ঘোষণা করে পিসিবি। কেবল কামরান আকমল নন, অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার এই নির্বাচনে খুশি হতে পারেননি। কামরান গুলামকে বাদ দেওয়ায় তারা সমালোচনা করার পাশাপাশি প্রশ্ন তুলেন।
প্রায় এক বছরের বেশি সময় ফের টেস্ট দলে ফিরেছেন লেগ-স্পিনার ইয়াসির খান। গলে ও কলম্বোর দুই টেস্টের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন সালমান আগা ও হারিস রউফ।
এই সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা নির্ভর করবে তাদের স্পিন আক্রমণের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও লঙ্কান স্পিনাররা ভালো খেলেছেন। ওয়ানডে সিরিজও তারা জিতেছে ৩-২ ব্যবধানে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ জুন, ২০২২ ১৩:৪৮

শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তার জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের দল নির্বাচন নিয়ে হতাশ পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। তার দাবি, ১৮ সদস্যের স্কোয়াডে কোনো খাঁটি অফ-স্পিনার নেই।
আকমল জানান, ‘শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াডে একজন খাঁটি অফ-স্পিনার নেই। সাজিদ খানকে খণ্ডকালীন অফ-স্পিনার দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। তবে এটা টেস্ট জয়ের তরিকা নয়’।
গত বুধবার দল ঘোষণা করে পিসিবি। কেবল কামরান আকমল নন, অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার এই নির্বাচনে খুশি হতে পারেননি। কামরান গুলামকে বাদ দেওয়ায় তারা সমালোচনা করার পাশাপাশি প্রশ্ন তুলেন।
প্রায় এক বছরের বেশি সময় ফের টেস্ট দলে ফিরেছেন লেগ-স্পিনার ইয়াসির খান। গলে ও কলম্বোর দুই টেস্টের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন সালমান আগা ও হারিস রউফ।
এই সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা নির্ভর করবে তাদের স্পিন আক্রমণের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও লঙ্কান স্পিনাররা ভালো খেলেছেন। ওয়ানডে সিরিজও তারা জিতেছে ৩-২ ব্যবধানে।