‘আমাকে বাদ দেওয়ায় সমর্থকেরা ক্রিকেট দেখায় ছেড়ে দিয়েছে’
অনলাইন ডেস্ক | ২৬ জুন, ২০২২ ১৭:২৭
সাম্প্রতিক সময়ে বেশ উড়ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে তাদের হারানো এখন বেশ কঠিন।
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান গত মার্চে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এই মাসের শুরুতে তারা আরেক ৫০ ওভারের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান আছে র্যাঙ্কিংয়ের তিনে। সীমিত ওভারের এই ক্রিকেটের ফরম্যাটের গত বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিল তারা। উঠে গিয়েছিল সেমিফাইনালে। সেবার ফাইনাল ওঠার পথে বাবর-রিজওয়ানরা হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
গত কয়েক বছরে পাকিস্তান দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সীমিত ওভারের ফরম্যাট থেকে নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। এছাড়াও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন। তাদের একজন আহমেদ শেহজাদ। ২০১৭ সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। আর জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৯ সালে।
সম্প্রতি তিনি ক্রিকেট পাকিস্তানকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ২০১৬ সালে তখনকার পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসের পাঠানো প্রতিবেদন নিয়েও কথা বলেন। শেহজাদ জানান, ইউনিস তার ক্যারিয়ারকে ‘ক্ষতি’ করেছেন।
সাক্ষাৎকারে শেহজাদ জানান, তার সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যারা ক্রিকেট দেখাটাই বন্ধ করে দিয়েছে। কারণ দল থেকে শেহজাদের বাদ পড়া মেনে নিতে পারেননি তারা।
শেহজাদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও এক দুনিয়া আছে। যখন আমি বাস্তব জীবনের সমর্থকদের সঙ্গে দেখা করি, তারা আমাকে জানায় যে, আমাকে বাদ দেওয়ায় তারা ক্রিকেট দেখাটায় ছেড়ে দিয়েছে।’
পাকিস্তানের হয়ে শেহজাদের অভিষেক হয় ২০০৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে। তিনি ১৩ টেস্ট খেলার পাশাপাশি ৮১ ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ জুন, ২০২২ ১৭:২৭

সাম্প্রতিক সময়ে বেশ উড়ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে তাদের হারানো এখন বেশ কঠিন।
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান গত মার্চে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এই মাসের শুরুতে তারা আরেক ৫০ ওভারের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান আছে র্যাঙ্কিংয়ের তিনে। সীমিত ওভারের এই ক্রিকেটের ফরম্যাটের গত বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিল তারা। উঠে গিয়েছিল সেমিফাইনালে। সেবার ফাইনাল ওঠার পথে বাবর-রিজওয়ানরা হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
গত কয়েক বছরে পাকিস্তান দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সীমিত ওভারের ফরম্যাট থেকে নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। এছাড়াও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন। তাদের একজন আহমেদ শেহজাদ। ২০১৭ সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন তিনি। আর জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেন ২০১৯ সালে।
সম্প্রতি তিনি ক্রিকেট পাকিস্তানকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ২০১৬ সালে তখনকার পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসের পাঠানো প্রতিবেদন নিয়েও কথা বলেন। শেহজাদ জানান, ইউনিস তার ক্যারিয়ারকে ‘ক্ষতি’ করেছেন।
সাক্ষাৎকারে শেহজাদ জানান, তার সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যারা ক্রিকেট দেখাটাই বন্ধ করে দিয়েছে। কারণ দল থেকে শেহজাদের বাদ পড়া মেনে নিতে পারেননি তারা।
শেহজাদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও এক দুনিয়া আছে। যখন আমি বাস্তব জীবনের সমর্থকদের সঙ্গে দেখা করি, তারা আমাকে জানায় যে, আমাকে বাদ দেওয়ায় তারা ক্রিকেট দেখাটায় ছেড়ে দিয়েছে।’
পাকিস্তানের হয়ে শেহজাদের অভিষেক হয় ২০০৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে। তিনি ১৩ টেস্ট খেলার পাশাপাশি ৮১ ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন।