হেসেখেলে জিতল ভারত
অনলাইন ডেস্ক | ২৭ জুন, ২০২২ ০৯:২৭
টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। তবে নিজেদের দিনে আয়ারল্যান্ডও কম যায় না। বড় বড় দলকে নাকানি-চুবানি খাওয়ানোর রেকর্ড আছে তাদের। তবে টিম ইন্ডিয়ার সঙ্গে পারল না।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছেন হার্দিক পান্ডিয়ারা।
ডাবলিনে বৃষ্টির কারণে ৮ ওভার কমে আসা ম্যাচে ৪ উইকেটে ১০৮ রান করে আয়ারল্যান্ড। শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া আইরিশরা লড়াকু পুঁজি পায় হ্যারি টেক্টরের ব্যাটে। ৩৩ বলে ৩ ছয়ে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
লক্ষ্যটা সহজে পেরিয়ে যায় ভারত। ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১১ রান। ঈশান কিষান ২৬ রানে বিদায় নিলেও ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আরেক ওপেনার দীপক হুডা। ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে বিদায় নেন পান্ডিয়া। ১২ বলে ৩ ছয়ে করেন ২৪ রান করেন অধিনায়ক।
মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন যুজুবেন্দ্র চাহাল। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ জুন, ২০২২ ০৯:২৭

টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। তবে নিজেদের দিনে আয়ারল্যান্ডও কম যায় না। বড় বড় দলকে নাকানি-চুবানি খাওয়ানোর রেকর্ড আছে তাদের। তবে টিম ইন্ডিয়ার সঙ্গে পারল না।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছেন হার্দিক পান্ডিয়ারা।
ডাবলিনে বৃষ্টির কারণে ৮ ওভার কমে আসা ম্যাচে ৪ উইকেটে ১০৮ রান করে আয়ারল্যান্ড। শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া আইরিশরা লড়াকু পুঁজি পায় হ্যারি টেক্টরের ব্যাটে। ৩৩ বলে ৩ ছয়ে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
লক্ষ্যটা সহজে পেরিয়ে যায় ভারত। ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১১ রান। ঈশান কিষান ২৬ রানে বিদায় নিলেও ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আরেক ওপেনার দীপক হুডা। ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে বিদায় নেন পান্ডিয়া। ১২ বলে ৩ ছয়ে করেন ২৪ রান করেন অধিনায়ক।
মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন যুজুবেন্দ্র চাহাল। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।