১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি ছাড়তে রাজি পচেত্তিনো
অনলাইন ডেস্ক | ১ জুলাই, ২০২২ ১৬:০৭
আগামী মৌসুমের জন্য পিএসজির ডাগআউটের অনিশ্চয়তার মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে ফেলেছে ফরাসি জায়ান্টরা।
মাউরিসিও পচেত্তিনো পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তা আগে থেকে জানা গিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাকি। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ড খালি হাতে প্যারিস ছাড়তে রাজি ছিলেন না।
অবশ্য এবার এক চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। পচেত্তিনো তার কোচিং স্টাফদের নিয়ে পিএসজি ছাড়ছেন ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চু্ক্তির আরও এক বছর বাকি। তবে ৫০ বছর বয়সী কোচকে আর রাখতে চায় না তারা।
যে আশা নিয়ে পিএসজির মালিক নাসের আল-খেলাইফি পচেত্তিনোকে পার্ক দে প্রিন্সেসে এনেছিলেন, তা পূরণ হয়নি। টটেনহামের সাবেক কোচ তার স্কোয়াডে মেসি-নেইমার-এমবাপ্পেদের মতো তারকাদের পেয়েছিলেন। কিন্তু লিগ ওয়ান উদ্ধার করতে পারলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি।
যার ফলে মাত্র এক মৌসুম পর ফের বেকার পড়লেন পচেত্তিনো। পিএসজির সঙ্গে আগেভাগে চুক্তি শেষ করতে রাজি হয়েছেন তিনি। তার জন্য বড় অঙ্কের অর্থ যাচ্ছে খেলাইফির পকেট থেকে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ক্রিস্টোফে গালতিয়ের। অবশ্য তারও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মার্কার খবর, আরেক নিস ছেড়ে প্যারিসে আসতে যাচ্ছেন ৫৫ বছর বয়সী ফরাসি কোচ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জুলাই, ২০২২ ১৬:০৭

আগামী মৌসুমের জন্য পিএসজির ডাগআউটের অনিশ্চয়তার মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। মনে হচ্ছে, সবকিছু ঠিকঠাক করে ফেলেছে ফরাসি জায়ান্টরা।
মাউরিসিও পচেত্তিনো পার্ক দে প্রিন্সেস ছাড়ছেন তা আগে থেকে জানা গিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাকি। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ড খালি হাতে প্যারিস ছাড়তে রাজি ছিলেন না।
অবশ্য এবার এক চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। পচেত্তিনো তার কোচিং স্টাফদের নিয়ে পিএসজি ছাড়ছেন ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চু্ক্তির আরও এক বছর বাকি। তবে ৫০ বছর বয়সী কোচকে আর রাখতে চায় না তারা।
যে আশা নিয়ে পিএসজির মালিক নাসের আল-খেলাইফি পচেত্তিনোকে পার্ক দে প্রিন্সেসে এনেছিলেন, তা পূরণ হয়নি। টটেনহামের সাবেক কোচ তার স্কোয়াডে মেসি-নেইমার-এমবাপ্পেদের মতো তারকাদের পেয়েছিলেন। কিন্তু লিগ ওয়ান উদ্ধার করতে পারলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি।
যার ফলে মাত্র এক মৌসুম পর ফের বেকার পড়লেন পচেত্তিনো। পিএসজির সঙ্গে আগেভাগে চুক্তি শেষ করতে রাজি হয়েছেন তিনি। তার জন্য বড় অঙ্কের অর্থ যাচ্ছে খেলাইফির পকেট থেকে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ক্রিস্টোফে গালতিয়ের। অবশ্য তারও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মার্কার খবর, আরেক নিস ছেড়ে প্যারিসে আসতে যাচ্ছেন ৫৫ বছর বয়সী ফরাসি কোচ।