সপ্তাহে সালাহকে ৪ কোটি টাকা বেতন দেবে লিভারপুল
অনলাইন ডেস্ক | ২ জুলাই, ২০২২ ১৩:৪৮
সাদিও মানে চলে গেছেন বায়ার্ন মিউনিখে। মোহামেদ সালাহরও লিভারপুল ছাড়ার গুঞ্জন চলছিল। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই কেটে দিলেন তিনি। অ্যানফিল্ডেই থাকছেন ‘মিশরের রাজা’। অলরেডদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন সালাহ।
মানে চলে যাওয়ায় ভেঙেছে বিশ্ব ফুটবলের আক্রমণভাগের সবচেয়ে ভয়ঙ্কর জুটি। আগামী মৌসুম থেকে লিভারপুলে এক সঙ্গে দেখা যাবে না সালাহ-মানে-ফিরমিনো ত্রয়ীকে। তবে সালাহ থেকে যাওয়ায় যেন হাঁফ ছেড়েই বাঁচল অলরেডরা।
অবশ্য সালাহকে ধরে রাখতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলকে। নতুন চুক্তিতে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে বেশি দেবে অলরেডরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি। এমনটাই জানিয়েছে বিবিসি। এতে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হয়ে গেলেন সালাহ।
অলরেডদের সঙ্গে মিসরীয় তারকার চুক্তি ছিল আরও এক বছর। তবে সন্দেহ ছিল, সালাহ অ্যানফিল্ডে থাকেন কিনা। লিভারপুলও চায়নি তাদের সেরা পারফর্মারকে ছাড়তে। বড় অঙ্কের অর্থ খরচ হলেও রেখে দিল সালাহকে।
রিয়াল মাদ্রিদ-সহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের চোখ ছিল সালাহর ওপর। তবে প্রিয় শিষ্য অ্যানফিল্ডে থেকে যাওয়ায় খুশি কোচ ইউর্গেন ক্লপ, ‘এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং তার জন্যও। আমার মনে হয়, সে আমাদের ধারণ করে। এটা এখন তারই ক্লাব।’
সালাহ যে লিভারপুলকে ভালোবাসেন তা নতুন নয়। অলরেডদের জার্সিতেই ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। রোমা ছেড়ে লিভারপুলে এসেছেন পাঁচ বছর হয়ে গেছে তার। এই সময়ে ২৫৪ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জুলাই, ২০২২ ১৩:৪৮

সাদিও মানে চলে গেছেন বায়ার্ন মিউনিখে। মোহামেদ সালাহরও লিভারপুল ছাড়ার গুঞ্জন চলছিল। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই কেটে দিলেন তিনি। অ্যানফিল্ডেই থাকছেন ‘মিশরের রাজা’। অলরেডদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন সালাহ।
মানে চলে যাওয়ায় ভেঙেছে বিশ্ব ফুটবলের আক্রমণভাগের সবচেয়ে ভয়ঙ্কর জুটি। আগামী মৌসুম থেকে লিভারপুলে এক সঙ্গে দেখা যাবে না সালাহ-মানে-ফিরমিনো ত্রয়ীকে। তবে সালাহ থেকে যাওয়ায় যেন হাঁফ ছেড়েই বাঁচল অলরেডরা।
অবশ্য সালাহকে ধরে রাখতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে লিভারপুলকে। নতুন চুক্তিতে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডকে প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে বেশি দেবে অলরেডরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি। এমনটাই জানিয়েছে বিবিসি। এতে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হয়ে গেলেন সালাহ।
অলরেডদের সঙ্গে মিসরীয় তারকার চুক্তি ছিল আরও এক বছর। তবে সন্দেহ ছিল, সালাহ অ্যানফিল্ডে থাকেন কিনা। লিভারপুলও চায়নি তাদের সেরা পারফর্মারকে ছাড়তে। বড় অঙ্কের অর্থ খরচ হলেও রেখে দিল সালাহকে।
রিয়াল মাদ্রিদ-সহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের চোখ ছিল সালাহর ওপর। তবে প্রিয় শিষ্য অ্যানফিল্ডে থেকে যাওয়ায় খুশি কোচ ইউর্গেন ক্লপ, ‘এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং তার জন্যও। আমার মনে হয়, সে আমাদের ধারণ করে। এটা এখন তারই ক্লাব।’
সালাহ যে লিভারপুলকে ভালোবাসেন তা নতুন নয়। অলরেডদের জার্সিতেই ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। রোমা ছেড়ে লিভারপুলে এসেছেন পাঁচ বছর হয়ে গেছে তার। এই সময়ে ২৫৪ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি।