ব্রডের কাছে লজ্জার রেকর্ড হারিয়ে হতাশ পিটারসেন!
অনলাইন ডেস্ক | ২ জুলাই, ২০২২ ১৯:২৩
যদি জিজ্ঞেস করা হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার কে? উত্তর দিতে হয়তো ক্রিকেট ভক্তদের মাথা চুলকাতে হবে না। মুহূর্তে জিহ্বাতে চলে আসবে স্টুয়ার্ট ব্রডের নাম।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসারের ওভারে ডারবানে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। এক ওভারে ৩৬ রান দেওয়ার পর অনেকে ব্রডের ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু দুঃস্বপ্ন পেছনে ফেলে তিনি ফিরেও আসেন দাপটের সঙ্গে। বর্তমান টেস্ট ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম— ব্রড। তবে ভাগ্যদেবতা কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি করেন, অবাক হতে হয়!
চিন্তা করুণ তো, ব্রডের গতিময় বল একের পর এক বাউন্ডারি ছাড়া করছেন জসপ্রীত বুমরাহ। আর এক ওভারে টেস্টে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ৩৬ বছর বয়সী পেসার— কল্পনা প্রবণ মানুষ ছাড়া এমনটা কয়জনে ভাববে! তবে সত্যিটা হলো, এমনটা ঘটেছে।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান বার্মিংহাম টেস্টের দ্বিতীয় দিনে। এক ওভারে ৩৫ রান দিয়েছেন ব্রড। যা টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। তার ওভারটিতে ৪ চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন বুমরাহ। খেই হারানো ব্রড নো-বল ও ওয়াইডও দিয়েছেন।
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল রবিন পিটারসেনের। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান স্পিনারের বলে ২৮ রান নেন ব্রায়ান লারা। কিন্তু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছে হলো, এবার সেই লজ্জার রেকর্ড ব্রডকে দেওয়ার।
ইংলিশ পেসারের কাছে লজ্জার রেকর্ড হারানোয় খুশি হতেই পারেন পিটারসেন। তবে প্রোটিয়া পেসারের হাবভাব দেখে মনে হচ্ছে তিনি হতাশ। তবে এটা ব্রডের সঙ্গে মজা করাও হতে পারে।
এই রেকর্ড হারানোর পরপরই পিটারসেনের টুইট, ‘আজ আমার রেকর্ড হারানোয় হতাশ।’ এরপর হাসি ও চোখ টেপার এক ইমো দিয়ে লেখেন, ‘আমার ধারনা, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য।’
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান, এমন এক রেকর্ড নিশ্চয় কেউ চাইবে না। বলতে গেলে পিটারসেনকে মুক্তিই দিলেন ব্রড। ইংলিশ পেসারের টি-টোয়েন্টির রেকর্ডটা তো আগে থেকে আছেই। পিটারসেনের এমন টুইট হয়তো কাটা গায়ে খোঁচা হিসেবেই নিতে পারেন ব্রড।
Sad to lose my record today ???? oh well, records are made to be broken I guess. Onto the next one ???? #ENGvIND
— Robin John Peterson (@robbie13flair) July 2, 2022
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জুলাই, ২০২২ ১৯:২৩

যদি জিজ্ঞেস করা হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া বোলার কে? উত্তর দিতে হয়তো ক্রিকেট ভক্তদের মাথা চুলকাতে হবে না। মুহূর্তে জিহ্বাতে চলে আসবে স্টুয়ার্ট ব্রডের নাম।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসারের ওভারে ডারবানে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। এক ওভারে ৩৬ রান দেওয়ার পর অনেকে ব্রডের ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু দুঃস্বপ্ন পেছনে ফেলে তিনি ফিরেও আসেন দাপটের সঙ্গে। বর্তমান টেস্ট ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম— ব্রড। তবে ভাগ্যদেবতা কখনো কখনো এমন কিছু পরিস্থিতি তৈরি করেন, অবাক হতে হয়!
চিন্তা করুণ তো, ব্রডের গতিময় বল একের পর এক বাউন্ডারি ছাড়া করছেন জসপ্রীত বুমরাহ। আর এক ওভারে টেস্টে সর্বোচ্চ রান দেওয়ার লজ্জার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ৩৬ বছর বয়সী পেসার— কল্পনা প্রবণ মানুষ ছাড়া এমনটা কয়জনে ভাববে! তবে সত্যিটা হলো, এমনটা ঘটেছে।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান বার্মিংহাম টেস্টের দ্বিতীয় দিনে। এক ওভারে ৩৫ রান দিয়েছেন ব্রড। যা টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। তার ওভারটিতে ৪ চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন বুমরাহ। খেই হারানো ব্রড নো-বল ও ওয়াইডও দিয়েছেন।
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ডটি ছিল রবিন পিটারসেনের। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকান স্পিনারের বলে ২৮ রান নেন ব্রায়ান লারা। কিন্তু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছে হলো, এবার সেই লজ্জার রেকর্ড ব্রডকে দেওয়ার।
ইংলিশ পেসারের কাছে লজ্জার রেকর্ড হারানোয় খুশি হতেই পারেন পিটারসেন। তবে প্রোটিয়া পেসারের হাবভাব দেখে মনে হচ্ছে তিনি হতাশ। তবে এটা ব্রডের সঙ্গে মজা করাও হতে পারে।
এই রেকর্ড হারানোর পরপরই পিটারসেনের টুইট, ‘আজ আমার রেকর্ড হারানোয় হতাশ।’ এরপর হাসি ও চোখ টেপার এক ইমো দিয়ে লেখেন, ‘আমার ধারনা, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য।’
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান, এমন এক রেকর্ড নিশ্চয় কেউ চাইবে না। বলতে গেলে পিটারসেনকে মুক্তিই দিলেন ব্রড। ইংলিশ পেসারের টি-টোয়েন্টির রেকর্ডটা তো আগে থেকে আছেই। পিটারসেনের এমন টুইট হয়তো কাটা গায়ে খোঁচা হিসেবেই নিতে পারেন ব্রড।
Sad to lose my record today ???? oh well, records are made to be broken I guess. Onto the next one ???? #ENGvIND
— Robin John Peterson (@robbie13flair) July 2, 2022