ঘরের ছেলেকে দিয়ে চুক্তি শুরু ইউনাইটেডের নতুন কোচের
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১০:৪৮
ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে এরিক টেন হাগ যুগ। ডাচ কোচ এসেই শুরুতে দৃষ্টি দিলেন রক্ষণভাগে। দেয়াল শক্ত করার জন্য ডাচ ফুল ব্যাক টাইরিল মালাসিয়ার সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চার বছরের চুক্তিতে ফেইনুর্দ থেকে ওল্ড ট্রাফোর্ডে এলেন তিনি। অর্থাৎ, ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনাইটেড থাকবেন মালাসিয়া। অবশ্য এরপরে আর কয়েক বছর চুক্তি বাড়ানোর অপশন থাকছে দুই পক্ষের।
২২ বছর বয়সী নেদারল্যান্ডস ডিফেন্ডারের জন্য রেড ডেভিলদের খরচ হলো ১৫ মিলিয়ন ইউরো। এছাড়া আনুষঙ্গিক খরচ আরও ২ মিলিয়ন ইউরো।
ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন মালাসিয়া। ইউনাইটেডে টেন হাগ যুগের প্রথম চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেন তিনি। যেন আয়াক্সে থাকতে মালাসিয়ার দিকে চোখ রেখেছিলেন রেড ডেভিলদের নতুন কোচ।
ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত মালাসিয়া, ‘যোগ দিতে পেরে অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। এটা আমার জন্য নতুন অধ্যায়। নতুন সতীর্থদের সঙ্গে নতুন লিগ। এবং আমাদের নেতৃত্বে একজন অসাধারণ কোচ। ইরেদিভিসিতে তার দলের বিপক্ষে খেলার সময় থেকে তাকে চিনি।’
মালাসিয়ার দিকে চোখ ছিল ফরাসি ক্লাব লিওঁ’র। তবে ইউনাইটেড দ্রুত তাকে দলে ভিড়িয়ে নিল। ব্রেন্টফোর্ড ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসার জন্য সম্মত হয়েছেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এই খবর আসার পরপরই ইউনাইটেডের নতুন চুক্তি সম্পর্কে জানা যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৬ জুলাই, ২০২২ ১০:৪৮

ওল্ড ট্রাফোর্ডে শুরু হয়েছে এরিক টেন হাগ যুগ। ডাচ কোচ এসেই শুরুতে দৃষ্টি দিলেন রক্ষণভাগে। দেয়াল শক্ত করার জন্য ডাচ ফুল ব্যাক টাইরিল মালাসিয়ার সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
চার বছরের চুক্তিতে ফেইনুর্দ থেকে ওল্ড ট্রাফোর্ডে এলেন তিনি। অর্থাৎ, ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনাইটেড থাকবেন মালাসিয়া। অবশ্য এরপরে আর কয়েক বছর চুক্তি বাড়ানোর অপশন থাকছে দুই পক্ষের।
২২ বছর বয়সী নেদারল্যান্ডস ডিফেন্ডারের জন্য রেড ডেভিলদের খরচ হলো ১৫ মিলিয়ন ইউরো। এছাড়া আনুষঙ্গিক খরচ আরও ২ মিলিয়ন ইউরো।
ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন মালাসিয়া। ইউনাইটেডে টেন হাগ যুগের প্রথম চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেন তিনি। যেন আয়াক্সে থাকতে মালাসিয়ার দিকে চোখ রেখেছিলেন রেড ডেভিলদের নতুন কোচ।
ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত মালাসিয়া, ‘যোগ দিতে পেরে অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। এটা আমার জন্য নতুন অধ্যায়। নতুন সতীর্থদের সঙ্গে নতুন লিগ। এবং আমাদের নেতৃত্বে একজন অসাধারণ কোচ। ইরেদিভিসিতে তার দলের বিপক্ষে খেলার সময় থেকে তাকে চিনি।’
মালাসিয়ার দিকে চোখ ছিল ফরাসি ক্লাব লিওঁ’র। তবে ইউনাইটেড দ্রুত তাকে দলে ভিড়িয়ে নিল। ব্রেন্টফোর্ড ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসার জন্য সম্মত হয়েছেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এই খবর আসার পরপরই ইউনাইটেডের নতুন চুক্তি সম্পর্কে জানা যায়।