চার অর্ধশতকে তিনশ পেরুলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ৫ আগস্ট, ২০২২ ১৭:২২
টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে নতুন জিম্বাবুয়ের বিপক্ষে নতুন শুরু বাংলাদেশের। সেই শুরুতে তামিম-লিটনের সঙ্গে বিজয়-মুশফিক খেললেন অর্ধশত রানের ইনিংস। তাদের রানে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে তাই রোডেশিয়ানদের ৩০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলে নিয়েছে লাল সবুজরা।
টস ভাগ্য সহায় না হওয়ায় চাকাভার সিদ্ধান্তে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। হোম কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন তামিমরা। তাই শুরুটা করেছিলেন সতর্কতার সঙ্গেই। দেখেশুনে খেলেছেন। ভালো বলগুলো ডিফেন্স করেছেন, বাজে বল পেলেই খেলেছেন। তবুও বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন তামিম ও লিটন।
দুজনে মিলে গড়েছেন সপ্তম অর্ধশত রানের জুটির পর করেছেন চতুর্থ শতরানের ওপেনিং জুটি। তামিম পেয়েছেন ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক, সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে প্রবেশ করেছেন আট হাজারি রানের ক্লাবে। এই মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার অধিনায়ক। ৬২ রান করে ফিরে যান তিনি। জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন সিকান্দার রাজা।
তামিমের বিদায়ের পর লিটনও দু হাত খুলে খেলতে থাকেন। দ্রুতই তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ৯ চার আর ১ ছক্কায় ৮৯ বলে ৮১ রানের ইনিংসের পর ইঞ্জুরি হয়ে ফিরে যান মাঠের বাইরে। ততক্ষণে তিনে নামা বিজয়ের সঙ্গে গড়ে তুলেন অর্ধশতরানের জুটি। ৪৩ বলে তারা অর্ধশতরানের জুটি গড়েন।
রিটায়ার্ড হার্ট হয়ে লিটন ফিরে গেলে মুশফিককে সঙ্গে নিয়ে দারুণ একটা প্রত্যাবর্তন দেখালেন বিজয়। যেমনটি ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দেখিয়েছিলেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিককে সঙ্গে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েছিলেন। নিজে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম শতক। আজও যেন সেটি ফিরে এল। দুজন মিলে আজ গড়েন ৯৬ রানের এক জুটি।
এই ম্যাচ দিয়ে বিজয় তিন বছর পর ওয়ান ডে দলে ফিরেছেন। প্রত্যাবর্তনটাও করে রাখলেন স্মরণীয়। দারুণ এক ফিফটি হাকিয়েছেন। ৬২ বলে ৬ চার আর ২ ছক্কায় ৭৩ রান করে ফিরে যান বিজয়। বিজয় ফিরে গেলে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তিনশ পেরুতে খুব একটা বেগ পেতে হয়নি মুশফিককে। নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪২তম অর্ধশতক।
জিম্বাবুয়ের ওয়ানডে দলে আজ অভিষেক হয়েছে ভিক্টর নিয়াউচির। অভিষেকের প্রথম ওভারটা নিয়েছিলেন মেডেন। তবে সব সকাল সারাদিনের পূর্বাভাস দিয়ে যায় না। নিয়াউচির বেলায় যেন আজ তাই ঘটল। ৯ ওভার বল করে শেষ পর্যন্ত ৬৫ রান দেন তিনি। অবশ্য উইকেট পেয়েছেন একটি। সেটাও আবার ভয়ঙ্কর হয়ে ওঠা আনামুল হক বিজয়ের।
৩০৪ রানের লক্ষ্য নিয়ে একটু পরেই ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৫ আগস্ট, ২০২২ ১৭:২২

টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে নতুন জিম্বাবুয়ের বিপক্ষে নতুন শুরু বাংলাদেশের। সেই শুরুতে তামিম-লিটনের সঙ্গে বিজয়-মুশফিক খেললেন অর্ধশত রানের ইনিংস। তাদের রানে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে তাই রোডেশিয়ানদের ৩০৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। মাত্র ২ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলে নিয়েছে লাল সবুজরা।
টস ভাগ্য সহায় না হওয়ায় চাকাভার সিদ্ধান্তে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। হোম কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন তামিমরা। তাই শুরুটা করেছিলেন সতর্কতার সঙ্গেই। দেখেশুনে খেলেছেন। ভালো বলগুলো ডিফেন্স করেছেন, বাজে বল পেলেই খেলেছেন। তবুও বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন তামিম ও লিটন।
দুজনে মিলে গড়েছেন সপ্তম অর্ধশত রানের জুটির পর করেছেন চতুর্থ শতরানের ওপেনিং জুটি। তামিম পেয়েছেন ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক, সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে প্রবেশ করেছেন আট হাজারি রানের ক্লাবে। এই মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার অধিনায়ক। ৬২ রান করে ফিরে যান তিনি। জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন সিকান্দার রাজা।
তামিমের বিদায়ের পর লিটনও দু হাত খুলে খেলতে থাকেন। দ্রুতই তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে ৯ চার আর ১ ছক্কায় ৮৯ বলে ৮১ রানের ইনিংসের পর ইঞ্জুরি হয়ে ফিরে যান মাঠের বাইরে। ততক্ষণে তিনে নামা বিজয়ের সঙ্গে গড়ে তুলেন অর্ধশতরানের জুটি। ৪৩ বলে তারা অর্ধশতরানের জুটি গড়েন।
রিটায়ার্ড হার্ট হয়ে লিটন ফিরে গেলে মুশফিককে সঙ্গে নিয়ে দারুণ একটা প্রত্যাবর্তন দেখালেন বিজয়। যেমনটি ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দেখিয়েছিলেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিককে সঙ্গে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েছিলেন। নিজে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম শতক। আজও যেন সেটি ফিরে এল। দুজন মিলে আজ গড়েন ৯৬ রানের এক জুটি।
এই ম্যাচ দিয়ে বিজয় তিন বছর পর ওয়ান ডে দলে ফিরেছেন। প্রত্যাবর্তনটাও করে রাখলেন স্মরণীয়। দারুণ এক ফিফটি হাকিয়েছেন। ৬২ বলে ৬ চার আর ২ ছক্কায় ৭৩ রান করে ফিরে যান বিজয়। বিজয় ফিরে গেলে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তিনশ পেরুতে খুব একটা বেগ পেতে হয়নি মুশফিককে। নিজেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪২তম অর্ধশতক।
জিম্বাবুয়ের ওয়ানডে দলে আজ অভিষেক হয়েছে ভিক্টর নিয়াউচির। অভিষেকের প্রথম ওভারটা নিয়েছিলেন মেডেন। তবে সব সকাল সারাদিনের পূর্বাভাস দিয়ে যায় না। নিয়াউচির বেলায় যেন আজ তাই ঘটল। ৯ ওভার বল করে শেষ পর্যন্ত ৬৫ রান দেন তিনি। অবশ্য উইকেট পেয়েছেন একটি। সেটাও আবার ভয়ঙ্কর হয়ে ওঠা আনামুল হক বিজয়ের।
৩০৪ রানের লক্ষ্য নিয়ে একটু পরেই ব্যাট করতে নামবে জিম্বাবুয়ে।