লভ্যাংশ দিতে জরুরি পর্ষদ সভা ডেকেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরে লভ্যাংশ না দেওয়ার সুপারিশ পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ জন্য আগামীকাল বুধবার কোম্পানিটি জরুরি পর্ষদ সভা ডেকেছে।
কোম্পানি সূত্র জানিয়েছে, ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিতে সোমবারের সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবারের জরুরি পর্ষদ সভায় লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হবে।
এ বিষয়ে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, তালিকাভুক্তির প্রথম বছরে আয় থাকার পরও লভ্যাংশ না দেওয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা এসইসির দৃষ্টিগোচর হয়। এ প্রেক্ষিতে আজ কোম্পানির সঙ্গে এসইসির বৈঠক হয়েছে। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ বিষয়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব লিয়াকত আলী খান দেশ রূপান্তরকে জানান, লভ্যাংশ সংক্রান্ত বিষয়টি পুনর্বিবেচনা করতে আজ কোম্পানির পর্ষদ সভার জরুরি বৈঠক ডাকা হয়েছে। আশা করছি উক্ত বৈঠকে বিনিয়োগকারীদের জন্য সুখবর থাকবে।
প্রসঙ্গত, গতকাল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় ২০১৯ সালের হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করা হয়। বিষয়টি জানার পর কোম্পানি কর্তৃপক্ষকে আজ সকালে কমিশনে ডেকে পাঠায় এসইসি। এরপর কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত গতকালের সুপারিশ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২৬

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরে লভ্যাংশ না দেওয়ার সুপারিশ পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এ জন্য আগামীকাল বুধবার কোম্পানিটি জরুরি পর্ষদ সভা ডেকেছে।
কোম্পানি সূত্র জানিয়েছে, ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দিতে সোমবারের সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবারের জরুরি পর্ষদ সভায় লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হবে।
এ বিষয়ে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, তালিকাভুক্তির প্রথম বছরে আয় থাকার পরও লভ্যাংশ না দেওয়ায় বিনিয়োগকারীদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা এসইসির দৃষ্টিগোচর হয়। এ প্রেক্ষিতে আজ কোম্পানির সঙ্গে এসইসির বৈঠক হয়েছে। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ বিষয়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব লিয়াকত আলী খান দেশ রূপান্তরকে জানান, লভ্যাংশ সংক্রান্ত বিষয়টি পুনর্বিবেচনা করতে আজ কোম্পানির পর্ষদ সভার জরুরি বৈঠক ডাকা হয়েছে। আশা করছি উক্ত বৈঠকে বিনিয়োগকারীদের জন্য সুখবর থাকবে।
প্রসঙ্গত, গতকাল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় ২০১৯ সালের হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করা হয়। বিষয়টি জানার পর কোম্পানি কর্তৃপক্ষকে আজ সকালে কমিশনে ডেকে পাঠায় এসইসি। এরপর কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত গতকালের সুপারিশ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।