ফসলে রাসায়নিক ব্যবহার না করে জাতিসংঘ স্বর্ণপদক পেল সিকিম
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৮:১১
প্রতীকী ছবি
জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন’র ফিউচার পলিসি গোল্ড অ্যাওয়ার্ড তথা স্বর্ণপদক পেয়েছে ভারতের অঙ্গরাজ্য সিকিম। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত চাষাবাদের জন্য এই স্বীকৃতি পেয়েছে রাজ্যটি।
শুক্রবার জাতিসংঘ এই নাম ঘোষণা করে। বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং পুরস্কার নেয়ার জন্য রোমে রয়েছেন। খবর: আনন্দবাজার।
বিশ্বের মোট ৫১টি দেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের পেছনে ফেলে বিশ্বের প্রথম সম্পূর্ণ অর্গানিক এগ্রিকালচার রাজ্য ঘোষণা করা হয় সিকিমকে। সিকিমের পরেই রয়েছ ব্রাজিল, ডেনমার্ক এবং কোয়েটা। তারা পেয়েছে রুপা।
কিভাবে শতভাগ অর্গানিক রাজ্য হল সিকিম? চাষে কোনো ধরনের রায়াসনিক, পেস্টিসাইড ব্যবহার করেনি তারা। ফসলের ভাল উৎপাদনের জন্য ব্যবহার করেছে শুধুমাত্র জৈব সার। যাতে কোনো চাষি রাসায়নিক ব্যবহার করতে না পারেন, তার জন্য রাসায়নিক পেস্টিসাইডের বিক্রিও নিষিদ্ধ করে দেয় সিকিম সরকার।
২০০৩ সাল থেকে এই ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হয়। জৈব পদ্ধতিতে বিকল্প পেস্টিসাইডের উৎপাদন শুরু হয় সিকিমে। তিন বছরে দেশের মধ্যে একমাত্র অর্গানিক রাজ্যে পরিণত হয় সিকিম।
২০১৬ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমকে দেশের প্রথম এবং একমাত্র অর্গানিক রাজ্য হিসাবে ঘোষণা করেন। তখন তিনি জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি বিশ্বের একমাত্র ১০০ শতাংশ অর্গানিক রাজ্যেও পরিণত হতে চলেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ অক্টোবর, ২০১৮ ১৮:১১

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন’র ফিউচার পলিসি গোল্ড অ্যাওয়ার্ড তথা স্বর্ণপদক পেয়েছে ভারতের অঙ্গরাজ্য সিকিম। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত চাষাবাদের জন্য এই স্বীকৃতি পেয়েছে রাজ্যটি।
শুক্রবার জাতিসংঘ এই নাম ঘোষণা করে। বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং পুরস্কার নেয়ার জন্য রোমে রয়েছেন। খবর: আনন্দবাজার।
বিশ্বের মোট ৫১টি দেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের পেছনে ফেলে বিশ্বের প্রথম সম্পূর্ণ অর্গানিক এগ্রিকালচার রাজ্য ঘোষণা করা হয় সিকিমকে। সিকিমের পরেই রয়েছ ব্রাজিল, ডেনমার্ক এবং কোয়েটা। তারা পেয়েছে রুপা।
কিভাবে শতভাগ অর্গানিক রাজ্য হল সিকিম? চাষে কোনো ধরনের রায়াসনিক, পেস্টিসাইড ব্যবহার করেনি তারা। ফসলের ভাল উৎপাদনের জন্য ব্যবহার করেছে শুধুমাত্র জৈব সার। যাতে কোনো চাষি রাসায়নিক ব্যবহার করতে না পারেন, তার জন্য রাসায়নিক পেস্টিসাইডের বিক্রিও নিষিদ্ধ করে দেয় সিকিম সরকার।
২০০৩ সাল থেকে এই ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী হয়। জৈব পদ্ধতিতে বিকল্প পেস্টিসাইডের উৎপাদন শুরু হয় সিকিমে। তিন বছরে দেশের মধ্যে একমাত্র অর্গানিক রাজ্যে পরিণত হয় সিকিম।
২০১৬ জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমকে দেশের প্রথম এবং একমাত্র অর্গানিক রাজ্য হিসাবে ঘোষণা করেন। তখন তিনি জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি বিশ্বের একমাত্র ১০০ শতাংশ অর্গানিক রাজ্যেও পরিণত হতে চলেছে।