বিধানসভা নির্বাচনে বিজেপির ভাগ্যে কালো মেঘ
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১২:১৪
মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা রাজ্য হারানোর আশঙ্কায় বিজেপি। ছবি: পিটিআই।
কয়েক মাস পরেই ভারতের সাধারণ নির্বাচন। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় আছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি। এই তিন রাজ্যকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়।
শুক্রবার এই তিন রাজ্যসহ তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। দেশটির সংবাদমাধ্যমগুলোর বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চিন্তিত বিজেপি।
রাজস্থানে কংগ্রেসের জয় পেতে যাচ্ছে। একইভাবে মিজোরামেও হারার শঙ্কা দেখা যাচ্ছে বিজেপির। তেলেঙ্গানাতে জয় ধরে রাখতে পারেন রাষ্ট্র সমিতি দলের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
এনডিটিভির জরিপে বলা হয়, মধ্যপ্রদেশের মোট ২৩০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য জিততে হবে ১১৬ আসন। সেখানে বিজেপি ১১০, কংগ্রেস ১০৯ এবং অন্যান্যরা ১১ আসন পেতে যাচ্ছে। সেদিক থেকে এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে সমানে সমানে।
রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠাতা অর্জনে জিততে হবে ১০০ আসনে। সেখানে বিজেপি ৭৮, কংগ্রেস জোট ১১০ এবং অন্যান্যরা ১১ আসন পেতে পারে।
তেলেঙ্গেনায় ১১৯ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্জনে লাগবে ৬০ আসন। সেখানে বিজেপি ৫, কংগ্রেস জোট ৩৯, রাষ্ট্র সমিতি ৬৭ এবং অন্যান্যরা ৮টি আসন পেতে পারে।
ছত্তিশগড়ে ৯০ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে লাগবে ৪৬টিতে। এরমধ্যে বিজেপি ৪১, কংগ্রেসের ৪২ আর অন্যান্যরা ৭টি আসন পেতে পারে।
মিজোরামের ৪০ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ২১ আসন। এতে বিজেপির কোনো আসন না-ও পেতে পারে। কংগ্রেস ১৬, মিজো ন্যাশনাল ফ্রন্ট ১৮ আর অন্যান্যরা ৬টি আসন পেতে পারে।
একইভাবে রিপাবলিক টিভি, টাইমস নাউ, এবিপি নিউজ, নিউজ ন্যাশন, নিউজ এক্স, ইন্ডিয়া টিভি, নিউজ টুয়েন্টি ফোর, ইন্ডিয়া টুডে, টিভি নাইন তেলেগু সংবাদমাধ্যমগুলোর অধিকাংশের বুথফেরত জরিপ ছিল অনেকটাই কাছাকাছি।
এনডিটিভির মতোই এসব জরিপেও দেখা যাচ্ছে, সাধারণ নির্বাচনের আগে এই পাঁচ রাজ্য নিয়ে ভালোই সংকটে পড়েছে বিজেপি। আগামী ১১ ডিসেম্বর রাজ্যগুলোর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১২:১৪

কয়েক মাস পরেই ভারতের সাধারণ নির্বাচন। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা হারানোর শঙ্কায় আছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি। এই তিন রাজ্যকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়।
শুক্রবার এই তিন রাজ্যসহ তেলেঙ্গানা ও মিজোরামে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। দেশটির সংবাদমাধ্যমগুলোর বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চিন্তিত বিজেপি।
রাজস্থানে কংগ্রেসের জয় পেতে যাচ্ছে। একইভাবে মিজোরামেও হারার শঙ্কা দেখা যাচ্ছে বিজেপির। তেলেঙ্গানাতে জয় ধরে রাখতে পারেন রাষ্ট্র সমিতি দলের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
এনডিটিভির জরিপে বলা হয়, মধ্যপ্রদেশের মোট ২৩০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য জিততে হবে ১১৬ আসন। সেখানে বিজেপি ১১০, কংগ্রেস ১০৯ এবং অন্যান্যরা ১১ আসন পেতে যাচ্ছে। সেদিক থেকে এই রাজ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে লড়াই হবে সমানে সমানে।
রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠাতা অর্জনে জিততে হবে ১০০ আসনে। সেখানে বিজেপি ৭৮, কংগ্রেস জোট ১১০ এবং অন্যান্যরা ১১ আসন পেতে পারে।

তেলেঙ্গেনায় ১১৯ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্জনে লাগবে ৬০ আসন। সেখানে বিজেপি ৫, কংগ্রেস জোট ৩৯, রাষ্ট্র সমিতি ৬৭ এবং অন্যান্যরা ৮টি আসন পেতে পারে।
ছত্তিশগড়ে ৯০ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে লাগবে ৪৬টিতে। এরমধ্যে বিজেপি ৪১, কংগ্রেসের ৪২ আর অন্যান্যরা ৭টি আসন পেতে পারে।
মিজোরামের ৪০ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ২১ আসন। এতে বিজেপির কোনো আসন না-ও পেতে পারে। কংগ্রেস ১৬, মিজো ন্যাশনাল ফ্রন্ট ১৮ আর অন্যান্যরা ৬টি আসন পেতে পারে।
একইভাবে রিপাবলিক টিভি, টাইমস নাউ, এবিপি নিউজ, নিউজ ন্যাশন, নিউজ এক্স, ইন্ডিয়া টিভি, নিউজ টুয়েন্টি ফোর, ইন্ডিয়া টুডে, টিভি নাইন তেলেগু সংবাদমাধ্যমগুলোর অধিকাংশের বুথফেরত জরিপ ছিল অনেকটাই কাছাকাছি।
এনডিটিভির মতোই এসব জরিপেও দেখা যাচ্ছে, সাধারণ নির্বাচনের আগে এই পাঁচ রাজ্য নিয়ে ভালোই সংকটে পড়েছে বিজেপি। আগামী ১১ ডিসেম্বর রাজ্যগুলোর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।