ভারতে ১০০ রুপির কয়েনে বাজপেয়ির ছবি
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৬
ভারতের ১০ম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি। ছবি: এনডিটিভি
ব্যক্তির ছবি সহকারে টাকার নোট এবং কয়েন বের করার চল নতুন নয়। যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংক থেকে শুরু করে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ পৃথিবীর অনেক কিংবদন্তি ব্যক্তি স্থান করে নিয়েছে টাকা ও কয়েনে।
ভারতও এবার সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ির ছবি সহকারে কয়েন বাজারে আনছে। দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিসহ ১০০ রুপির নোট প্রচলন আছে দেশটিতে।
এনডিটিভি জানায়, বাজপেয়ির ছবিসহ কয়েনটি হবে ১০০ রুপি। শিগগিরই মোট ৩৫ গ্রামের কয়েনটি বাজারে আসছে।
জানা গেছে, মুদ্রার একদিকে থাকবে বাজপেয়ির ছবি। একইসঙ্গে তার জন্মসাল (১৯২৪) ও মৃত্যু সাল (২০১৮) উল্লেখ থাকবে এতে। তবে নাম লেখা হবে সংস্কৃত অক্ষরে। আর অন্যদিকে অশোক চক্রের সঙ্গে সত্যমেব জয় স্লোগানটি থাকবে কয়েনে।
প্রসঙ্গত, এ বছর ভারতের স্বাধীনতা দিবসের দিন মারা যান দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বাজপেয়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন মাত্র ১৩ দিনের জন্য। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি। কংগ্রেসের বাইরে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে তিনিই প্রথম ব্যক্তি যিনি পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৬

ব্যক্তির ছবি সহকারে টাকার নোট এবং কয়েন বের করার চল নতুন নয়। যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংক থেকে শুরু করে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ পৃথিবীর অনেক কিংবদন্তি ব্যক্তি স্থান করে নিয়েছে টাকা ও কয়েনে।
ভারতও এবার সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ির ছবি সহকারে কয়েন বাজারে আনছে। দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিসহ ১০০ রুপির নোট প্রচলন আছে দেশটিতে।
এনডিটিভি জানায়, বাজপেয়ির ছবিসহ কয়েনটি হবে ১০০ রুপি। শিগগিরই মোট ৩৫ গ্রামের কয়েনটি বাজারে আসছে।
জানা গেছে, মুদ্রার একদিকে থাকবে বাজপেয়ির ছবি। একইসঙ্গে তার জন্মসাল (১৯২৪) ও মৃত্যু সাল (২০১৮) উল্লেখ থাকবে এতে। তবে নাম লেখা হবে সংস্কৃত অক্ষরে। আর অন্যদিকে অশোক চক্রের সঙ্গে সত্যমেব জয় স্লোগানটি থাকবে কয়েনে।
প্রসঙ্গত, এ বছর ভারতের স্বাধীনতা দিবসের দিন মারা যান দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বাজপেয়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন মাত্র ১৩ দিনের জন্য। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি। কংগ্রেসের বাইরে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে তিনিই প্রথম ব্যক্তি যিনি পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।