ভারতে মন্দিরে প্রসাদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২২:০৬
ভারতের কর্নাটকের মন্দিরে প্রসাদ খেয়ে আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা তেরোতে দাঁড়ালো। বৃহস্পতিবার চামারাজানাগার জেলার মরম্মা মন্দিরে এই ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বৃহস্পতিবার সকালে কিটচালাভাদি গ্রামে মারাম্মা মন্দিরের গোপুরার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। সেখানে বিতরণ করা প্রসাদ খেয়ে উপস্থিত ভক্তরা পেটের যন্ত্রণায় বমি করা শুরু করে। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। এ ছাড়া ফেলে দেয়া খাবার খেয়ে ৬০টি কাকও মারা যায় এতে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ১০৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তিন মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়। বাকি ৮ জন পরে হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করে করেছেন তারা। তবে মন্দিরের রান্নাঘরের চারপাশে ৫টি সিসিটিভি বিকল থাকায় সেখান থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এ জন্য ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। এখন পর্যন্ত এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জেলার এক মুখপাত্র বলেন, ‘আমরা খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। অসুস্থদের আশপাশের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে এ ঘটনায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী শোকপ্রকাশ করেছেন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২২:০৬

ভারতের কর্নাটকের মন্দিরে প্রসাদ খেয়ে আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা তেরোতে দাঁড়ালো। বৃহস্পতিবার চামারাজানাগার জেলার মরম্মা মন্দিরে এই ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বৃহস্পতিবার সকালে কিটচালাভাদি গ্রামে মারাম্মা মন্দিরের গোপুরার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। সেখানে বিতরণ করা প্রসাদ খেয়ে উপস্থিত ভক্তরা পেটের যন্ত্রণায় বমি করা শুরু করে। পরে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। এ ছাড়া ফেলে দেয়া খাবার খেয়ে ৬০টি কাকও মারা যায় এতে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ১০৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তিন মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়। বাকি ৮ জন পরে হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করে করেছেন তারা। তবে মন্দিরের রান্নাঘরের চারপাশে ৫টি সিসিটিভি বিকল থাকায় সেখান থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। এ জন্য ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। এখন পর্যন্ত এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জেলার এক মুখপাত্র বলেন, ‘আমরা খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। অসুস্থদের আশপাশের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে এ ঘটনায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী শোকপ্রকাশ করেছেন। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে।