নির্মাণের এক বছরের মাথায় ফ্লাইওভারে ৪ ফুট গর্ত
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১১:০৪
চলতি বছর ভারতে একাধিক ফ্লাইওভার ধসের ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এরই মধ্যে রামপুরা ফ্লাইওভারে গর্ত হওয়ার খবর আসলো। ছবি: টুইটার
গত বছর উদ্বোধন করা হয়েছিল গুরগাঁও ন্যাশনাল হাইওয়ে-৮ এর ওপর নির্মিত রামপুরা ফ্লাইওভার। বছর না যেতেই নয়াদিল্লির ফ্লাইওভারটিতে দেখা দিলো চার ফুট চওড়া গর্তের।
যানজট দূর করতে মানেসর অভিমুখী মহাসড়কে খেরকি দৌলা টোল প্লাজা-আইএমটি মানেসর ফ্লাইওভারটি গত বছর উদ্বোধন করেছিল ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ।
সরকারি সংস্থাটির সড়ক নিরাপত্তা কর্মকর্তা অনিল কুমার বলেন, “আমরা ভোর ৫টার দিকে রামপুরা ফ্লাইওভারে গর্ত দেখা দেওয়ার খবর পাই। তাৎক্ষণিক সড়ক নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং যান চলাচল বন্ধ করে দেন।”
তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গর্ত হওয়া অংশ যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।”
পিটিআই’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, ফ্লাইওভারের মধ্যখানে গর্ত দেখা দেওয়ায় জয়পুর এবং দিল্লির মাঝে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
অনিল কুমার বলেন, “আমরা কিছু যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছি। এছাড়া ভোগান্তি কমাতে সার্ভিস লেন ব্যবহার করছি।”
চলতি বছর ভারতে একাধিক ফ্লাইওভার ধসের ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এরই মধ্যে রামপুরা ফ্লাইওভারে গর্ত হওয়ার খবর আসলো। এজন্য দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের নিম্নমানের কাজকে দায়ী করছেন সবাই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১১:০৪
গত বছর উদ্বোধন করা হয়েছিল গুরগাঁও ন্যাশনাল হাইওয়ে-৮ এর ওপর নির্মিত রামপুরা ফ্লাইওভার। বছর না যেতেই নয়াদিল্লির ফ্লাইওভারটিতে দেখা দিলো চার ফুট চওড়া গর্তের।
যানজট দূর করতে মানেসর অভিমুখী মহাসড়কে খেরকি দৌলা টোল প্লাজা-আইএমটি মানেসর ফ্লাইওভারটি গত বছর উদ্বোধন করেছিল ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ।
সরকারি সংস্থাটির সড়ক নিরাপত্তা কর্মকর্তা অনিল কুমার বলেন, “আমরা ভোর ৫টার দিকে রামপুরা ফ্লাইওভারে গর্ত দেখা দেওয়ার খবর পাই। তাৎক্ষণিক সড়ক নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং যান চলাচল বন্ধ করে দেন।”
তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গর্ত হওয়া অংশ যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।”
পিটিআই’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, ফ্লাইওভারের মধ্যখানে গর্ত দেখা দেওয়ায় জয়পুর এবং দিল্লির মাঝে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
অনিল কুমার বলেন, “আমরা কিছু যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছি। এছাড়া ভোগান্তি কমাতে সার্ভিস লেন ব্যবহার করছি।”
চলতি বছর ভারতে একাধিক ফ্লাইওভার ধসের ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। এরই মধ্যে রামপুরা ফ্লাইওভারে গর্ত হওয়ার খবর আসলো। এজন্য দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের নিম্নমানের কাজকে দায়ী করছেন সবাই।