ঘুষের টাকা জোগাতে ভিক্ষায় গোটা পরিবার
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৭
রাজুর ২২ একর জমি দখল করেছে এক আত্মীয়।
ছেলেমেয়ে নিয়ে বাজারে ভিক্ষা করছেন বাবা। মানুষকে অনুরোধ করছেন ঘুষের টাকা জোগাড় করে দিতে। দখল হওয়া জমি ফিরে পেতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ দিতে হবে। তাই নিরুপায় হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পরিবার এই পথ বেছে নিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রায়েলাসিমা অঞ্চলের গরিব কৃষক রাজুর পরিণতি এমন হয়েছে। টাকার অভাবে ছেলেমেয়ের জন্য খাবার জোগাড় করতে পারছেন না। তার ভেতর আবার ঘুষের টাকা জোগানোর চিন্তা।
বাজারে গিয়ে মানুষকে তিনি বলছেন, “আমার জমিটুকু হারাতে চাই না। দুই বছর ধরে অনেক কষ্ট করছি। আমাকে কিছু টাকা দেন।”
ব্যানার হাতে নিয়ে তেলেগুতেও ঘুরতে দেখা গেছে এই পরিবারটিকে। সেখানে লেখা, ঘুষের টাকা জোগাতে ভিক্ষা দিন।
রাজু জানিয়েছেন, তার ২২ একর জমি দখল করেছে এক আত্মীয়। ভূমি অফিসের এক কর্মকর্তা ঘুষ খেয়ে এই কাজ করেছেন। রাজু ওই কর্মকর্তার কাছে গেলে তিনি বেশি টাকা দাবি করেন। তাহলে নাকি কাগজপত্র ফেরত দেবেন।
অভিযুক্ত কর্মকর্তার নাম সত্যনারায়ণ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ঘুষ চাইনি। যদি সে জমি হারিয়ে থাকে, তাহলে কোর্টে যেতে পারে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৭

ছেলেমেয়ে নিয়ে বাজারে ভিক্ষা করছেন বাবা। মানুষকে অনুরোধ করছেন ঘুষের টাকা জোগাড় করে দিতে। দখল হওয়া জমি ফিরে পেতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ দিতে হবে। তাই নিরুপায় হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পরিবার এই পথ বেছে নিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রায়েলাসিমা অঞ্চলের গরিব কৃষক রাজুর পরিণতি এমন হয়েছে। টাকার অভাবে ছেলেমেয়ের জন্য খাবার জোগাড় করতে পারছেন না। তার ভেতর আবার ঘুষের টাকা জোগানোর চিন্তা।
বাজারে গিয়ে মানুষকে তিনি বলছেন, “আমার জমিটুকু হারাতে চাই না। দুই বছর ধরে অনেক কষ্ট করছি। আমাকে কিছু টাকা দেন।”
ব্যানার হাতে নিয়ে তেলেগুতেও ঘুরতে দেখা গেছে এই পরিবারটিকে। সেখানে লেখা, ঘুষের টাকা জোগাতে ভিক্ষা দিন।
রাজু জানিয়েছেন, তার ২২ একর জমি দখল করেছে এক আত্মীয়। ভূমি অফিসের এক কর্মকর্তা ঘুষ খেয়ে এই কাজ করেছেন। রাজু ওই কর্মকর্তার কাছে গেলে তিনি বেশি টাকা দাবি করেন। তাহলে নাকি কাগজপত্র ফেরত দেবেন।
অভিযুক্ত কর্মকর্তার নাম সত্যনারায়ণ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ঘুষ চাইনি। যদি সে জমি হারিয়ে থাকে, তাহলে কোর্টে যেতে পারে।”