২ গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে ৮ গো-রক্ষকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৬
এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো আদালত গো-রক্ষকদের সাজা দিল।
ভারতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে গাছে ঝুলিয়ে হত্যার দায়ে আটজন হিন্দুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ড আদালত।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ১২ বছর বয়সী ইমতিয়াজ খান এবং ৩২ বছরের মজলুম আনসারিকে নির্মমভাবে খুন করা হয়। দুই বছর বাদে তারই রায় হল।
ইমতিয়াজ এবং মজলুম একটি বাজারে গরু বিক্রি করতে যাচ্ছিলেন। পাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের গো-রক্ষা কমিটির লোকজন তাদের বাধা দিয়ে মারধর করে। এরপর গরুর দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে অত্যাচার করা হয়। একপর্যায়ে দুজনই মারা যান।
অভিযুক্তদের শুক্রবার আদালতে হাজির করা হলে শতাধিক মানুষ তাদের পক্ষে স্লোগান দিতে থাকেন।
ভারতে গত কয়েক বছর ধরে ‘গরু হত্যা’র বিরুদ্ধে সোচ্চার রক্ষণশীল হিন্দু সম্প্রদায়। মুসলিমদের ওপর কয়েকটি অঞ্চলে হামলা করেছে তারা। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো আদালত গো-রক্ষকদের সাজা দিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৬

এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো আদালত গো-রক্ষকদের সাজা দিল।
ভারতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে গাছে ঝুলিয়ে হত্যার দায়ে আটজন হিন্দুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঝাড়খণ্ড আদালত।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ১২ বছর বয়সী ইমতিয়াজ খান এবং ৩২ বছরের মজলুম আনসারিকে নির্মমভাবে খুন করা হয়। দুই বছর বাদে তারই রায় হল।
ইমতিয়াজ এবং মজলুম একটি বাজারে গরু বিক্রি করতে যাচ্ছিলেন। পাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের গো-রক্ষা কমিটির লোকজন তাদের বাধা দিয়ে মারধর করে। এরপর গরুর দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে অত্যাচার করা হয়। একপর্যায়ে দুজনই মারা যান।
অভিযুক্তদের শুক্রবার আদালতে হাজির করা হলে শতাধিক মানুষ তাদের পক্ষে স্লোগান দিতে থাকেন।
ভারতে গত কয়েক বছর ধরে ‘গরু হত্যা’র বিরুদ্ধে সোচ্চার রক্ষণশীল হিন্দু সম্প্রদায়। মুসলিমদের ওপর কয়েকটি অঞ্চলে হামলা করেছে তারা। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো আদালত গো-রক্ষকদের সাজা দিল।
শেয়ার করুন