‘নির্দয়ভাবে গুলি করে মারো’
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৮
কাউকে ‘নির্দয়ভাবে গুলি’ করে হত্যা করার নির্দেশ দিচ্ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এমন একটি ভিডিও টেপ আলোচনা সৃষ্টি করেছে ভারতে।
জনতা দল সেক্যুলার (জেডিএস) এর এক স্থানীয় নেতাকে হত্যার ঘটনায় এমন প্রতিক্রিয়া দেখান দলটির প্রধান কুমারস্বামী।
স্থানীয় এক সাংবাদিকের তোলা সেই ভিডিওতে দেখা যায়, কুমারস্বামী বলছেন, ‘এইচ প্রকাশ (স্থানী নেতা) একজন ভালো লোক ছিলে। আমি জানি না কে তাকে এভাবে হত্যা করেছে। যেই তাকে হত্যা করুক তাকে নির্দয়ভাবে গুলি করে মারো।’
মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তাকে মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বেশ বিতর্কের ঝড় ওঠে।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আসলে আমার নির্দেশ ছিল না। সে সময় আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। হত্যাকারী দুজনই এর আগেই দুজনকে হত্যা করে জেলে ছিল। পরে তাদেরকে জামিন দেওয়া হলে জেল থেকে বের হয়ে আবার একজনকে হত্যা করল। তারা জামিনের অপব্যবহার করল।’
সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার জেডিএসের ওই নেতা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠজন ছিলেন। ফলে এ ঘটনায় তিনি বেশ ক্ষিপ্ত হন বলে জানা গেছে।
সোমবার দক্ষিণ কর্নাটকের মান্দিয়া নামক স্থানে ওই নেতাকে হত্যা করা হয়। চার দুর্বৃত্ত মোটরসাইকেল করে তার গাড়িকে ধাওয়া করে হামলা চালায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৮

কাউকে ‘নির্দয়ভাবে গুলি’ করে হত্যা করার নির্দেশ দিচ্ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এমন একটি ভিডিও টেপ আলোচনা সৃষ্টি করেছে ভারতে।
জনতা দল সেক্যুলার (জেডিএস) এর এক স্থানীয় নেতাকে হত্যার ঘটনায় এমন প্রতিক্রিয়া দেখান দলটির প্রধান কুমারস্বামী।
স্থানীয় এক সাংবাদিকের তোলা সেই ভিডিওতে দেখা যায়, কুমারস্বামী বলছেন, ‘এইচ প্রকাশ (স্থানী নেতা) একজন ভালো লোক ছিলে। আমি জানি না কে তাকে এভাবে হত্যা করেছে। যেই তাকে হত্যা করুক তাকে নির্দয়ভাবে গুলি করে মারো।’
মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তাকে মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বেশ বিতর্কের ঝড় ওঠে।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আসলে আমার নির্দেশ ছিল না। সে সময় আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। হত্যাকারী দুজনই এর আগেই দুজনকে হত্যা করে জেলে ছিল। পরে তাদেরকে জামিন দেওয়া হলে জেল থেকে বের হয়ে আবার একজনকে হত্যা করল। তারা জামিনের অপব্যবহার করল।’
সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার জেডিএসের ওই নেতা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠজন ছিলেন। ফলে এ ঘটনায় তিনি বেশ ক্ষিপ্ত হন বলে জানা গেছে।
সোমবার দক্ষিণ কর্নাটকের মান্দিয়া নামক স্থানে ওই নেতাকে হত্যা করা হয়। চার দুর্বৃত্ত মোটরসাইকেল করে তার গাড়িকে ধাওয়া করে হামলা চালায়।