দুই ট্রাকের ধাক্কায় একই পরিবারের ১০ জন নিহত
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১২
দুই ট্রাকের মাঝে পড়ে বিধ্বস্ত এসইউভি গাড়ির আরোহী একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। ভারতের গুজরাটের কুচ জেলায় রোববার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, সন্ধ্যার দিকে ভচো মহাসড়কে লবণ বোঝাই একটি ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে আরেকটি লেনে চলে গেলে এসইউভি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসইউভি গাড়িকে ধাক্কা দেয়।
এসময় এসইউভি গাড়িতে ১১ জন আরোহী ছিল। দুর্ঘটনায় তাদের ১০ জনই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ভচো থেকে একই পরিবারের এসব সদস্য নিজ শহর ভুজ-এ যাচ্ছিলেন বলে জানা গেছে।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়, হতাহতদের সব ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী বিজয় রুপানি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১২

দুই ট্রাকের মাঝে পড়ে বিধ্বস্ত এসইউভি গাড়ির আরোহী একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। ভারতের গুজরাটের কুচ জেলায় রোববার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, সন্ধ্যার দিকে ভচো মহাসড়কে লবণ বোঝাই একটি ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে আরেকটি লেনে চলে গেলে এসইউভি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসইউভি গাড়িকে ধাক্কা দেয়।
এসময় এসইউভি গাড়িতে ১১ জন আরোহী ছিল। দুর্ঘটনায় তাদের ১০ জনই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ভচো থেকে একই পরিবারের এসব সদস্য নিজ শহর ভুজ-এ যাচ্ছিলেন বলে জানা গেছে।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়, হতাহতদের সব ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখমন্ত্রী বিজয় রুপানি।
শেয়ার করুন