শিবমন্দিরে পূজা দিলেন মুসলিম মন্ত্রী
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ১৯:২১
রাজস্থানের মন্ত্রী সালেহ মোহাম্মদ জয়সালমার জেলার একটি শিবমন্দিরে পূজা দিয়ে আলোচনায় এসেছেন।
মুসলমানদের ধর্মীয় নেতা গাজী ফকিরের ছেলে সালেহ শপথ নেওয়ার পর এই প্রথম পূজা দিতে গেলেন। মন্দিরে তার আকস্মিক উপস্থিতিতে স্থানীয়রা চমকে যান।
শিবমন্দিরের পূজারি মধু চানঘানি হিন্দুস্তান টাইমসকে জানান, এর আগেও একবার মন্দির পরিদর্শনে আসেন সালেহ, ‘নির্বাচনের সময়ও তিনি একবার মন্দিরে আসেন। মন্দিরে তিনি বেশ সহযোগিতা করেন।’
চানঘানি জানান, মন্দিরে ঢুকে প্রায় আধাঘণ্টা হিন্দু রীতিতে পূজা দেন ওই মন্ত্রী।
এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজস্থান অসাম্প্রদায়িকতার অনন্য এক উদাহরণ। এখানে হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করে। ব্যক্তিগত বিশ্বাস থেকেই আমি মন্দিরে এসেছি।’
গত মাসে রাজস্থানে নির্বাচনের সময় পোখরান ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি। হিন্দুত্ববাদকে কাজে লাগাতে আধ্যাত্মিক গুরু স্বামী প্রতাপপুরিকে সেখানকার প্রার্থী করেছিল দলটি। অন্যদিকে সালেহ মোহাম্মদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে কংগ্রেস তাকে প্রার্থী করে। শেষ পর্যন্ত তিনিই জয়ী হন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ১৯:২১
রাজস্থানের মন্ত্রী সালেহ মোহাম্মদ জয়সালমার জেলার একটি শিবমন্দিরে পূজা দিয়ে আলোচনায় এসেছেন।
মুসলমানদের ধর্মীয় নেতা গাজী ফকিরের ছেলে সালেহ শপথ নেওয়ার পর এই প্রথম পূজা দিতে গেলেন। মন্দিরে তার আকস্মিক উপস্থিতিতে স্থানীয়রা চমকে যান।
শিবমন্দিরের পূজারি মধু চানঘানি হিন্দুস্তান টাইমসকে জানান, এর আগেও একবার মন্দির পরিদর্শনে আসেন সালেহ, ‘নির্বাচনের সময়ও তিনি একবার মন্দিরে আসেন। মন্দিরে তিনি বেশ সহযোগিতা করেন।’
চানঘানি জানান, মন্দিরে ঢুকে প্রায় আধাঘণ্টা হিন্দু রীতিতে পূজা দেন ওই মন্ত্রী।
এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজস্থান অসাম্প্রদায়িকতার অনন্য এক উদাহরণ। এখানে হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করে। ব্যক্তিগত বিশ্বাস থেকেই আমি মন্দিরে এসেছি।’
গত মাসে রাজস্থানে নির্বাচনের সময় পোখরান ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি। হিন্দুত্ববাদকে কাজে লাগাতে আধ্যাত্মিক গুরু স্বামী প্রতাপপুরিকে সেখানকার প্রার্থী করেছিল দলটি। অন্যদিকে সালেহ মোহাম্মদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে কংগ্রেস তাকে প্রার্থী করে। শেষ পর্যন্ত তিনিই জয়ী হন।