কাশ্মীরে দুই দফা বিচ্ছিন্নতাবাদী হামলা, নিহত ভারতীয় সেনা মেজর
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২১:৫১
কাশ্মীরে দুই দফায় বিচ্ছিন্নতাবাদী হামলা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর ওপর। হামলায় নিহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। আহত হয়েছেন কয়েকজন সেনা সদস্য।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার সকালে অনন্তনাগে হামলার কয়েক ঘণ্টার পর পুলওয়ামায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।
সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে সেনাবাহিনী।
বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক সেনা মেজর। আহত হয়েছেন তিন সেনাসদস্য। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই বিচ্ছিন্নতাবাদী সদস্যও।
এদিন বিকেলে পুলওয়ামায় সেনাবাহিনীর টহলদারী দলকে লক্ষ্য করে বোমা হামলায় চালায় বিচ্ছিন্নতাবাদীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী অভিযান চালায়। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধও হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২১:৫১

কাশ্মীরে দুই দফায় বিচ্ছিন্নতাবাদী হামলা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর ওপর। হামলায় নিহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। আহত হয়েছেন কয়েকজন সেনা সদস্য।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার সকালে অনন্তনাগে হামলার কয়েক ঘণ্টার পর পুলওয়ামায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।
সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে সেনাবাহিনী।
বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক সেনা মেজর। আহত হয়েছেন তিন সেনাসদস্য। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই বিচ্ছিন্নতাবাদী সদস্যও।
এদিন বিকেলে পুলওয়ামায় সেনাবাহিনীর টহলদারী দলকে লক্ষ্য করে বোমা হামলায় চালায় বিচ্ছিন্নতাবাদীরা। ঘটনাস্থলে সেনাবাহিনী অভিযান চালায়। বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধও হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শেয়ার করুন