কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়ে পাকিস্তানের চিঠি
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৯ ০৯:৫৫
ফাইল ছবি
জম্মু-কাশ্মীরকে ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত করায় এ অঞ্চলের মারাত্মক অবনতিশীল পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে পাকিস্তান।
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
‘জাতিসংঘের কাশ্মীর রেজ্যুলেশনকে লঙ্ঘন’ করে কাশ্মীর নিয়ে ভারতের নেওয়া ‘বেআইনি পদক্ষেপের’ বিষয়ে জরুরি বৈঠক আহ্বান করতে তিনি নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন বলে জানান।
রোটেশন অনুযায়ী বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইয়াচেক চাপুতোবিচের সঙ্গে কথা বলেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
পরে নিউইয়র্কে সাংবাদিকদের চাপুতোবিচ বলেন, পাকিস্তানের চিঠির বিষয়ে শিগগিরই আলোচনা হবে।
এছাড়া চিঠির কপি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মাঝে বিতরণ করারও আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, অধিকৃত অঞ্চলের মর্যাদা সংক্রান্ত তিনটিসহ কাশ্মীর নিয়ে জাতিসংঘের ১১টি রেজ্যুলেশন রয়েছে। অথচ এটিকে ‘নিজেদের অভ্যন্তরীণ’ বিষয় হিসেবে দাবি করে থাকে ভারত।
এর আগে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিষয়টি জানালে পরিষদের স্থায়ী সদস্য চীন এ বিষয়ে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।
গত ৫ ডিসেম্বর কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারত শাসিত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করে ফেলে ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকার।
এ ঘটনাকে ঘিরে বুধবার দশম দিনের মতো নজিরবিহীন কারফিউতে অবরুদ্ধ রয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীর। কারফিউর কারণে এবার সেখানকার মুসলিমরা ঈদুল আজহার নামাজ পড়তে পারেনি এবং কোরবানিও দিতে পারেনি।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৯ ০৯:৫৫

জম্মু-কাশ্মীরকে ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত করায় এ অঞ্চলের মারাত্মক অবনতিশীল পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে পাকিস্তান।
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
‘জাতিসংঘের কাশ্মীর রেজ্যুলেশনকে লঙ্ঘন’ করে কাশ্মীর নিয়ে ভারতের নেওয়া ‘বেআইনি পদক্ষেপের’ বিষয়ে জরুরি বৈঠক আহ্বান করতে তিনি নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন বলে জানান।
রোটেশন অনুযায়ী বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইয়াচেক চাপুতোবিচের সঙ্গে কথা বলেন পাক পররাষ্ট্রমন্ত্রী।
পরে নিউইয়র্কে সাংবাদিকদের চাপুতোবিচ বলেন, পাকিস্তানের চিঠির বিষয়ে শিগগিরই আলোচনা হবে।
এছাড়া চিঠির কপি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মাঝে বিতরণ করারও আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, অধিকৃত অঞ্চলের মর্যাদা সংক্রান্ত তিনটিসহ কাশ্মীর নিয়ে জাতিসংঘের ১১টি রেজ্যুলেশন রয়েছে। অথচ এটিকে ‘নিজেদের অভ্যন্তরীণ’ বিষয় হিসেবে দাবি করে থাকে ভারত।
এর আগে কাশ্মীর ইস্যু নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিষয়টি জানালে পরিষদের স্থায়ী সদস্য চীন এ বিষয়ে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।
গত ৫ ডিসেম্বর কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ভারত শাসিত কাশ্মীরকে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভাগ করে ফেলে ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকার।
এ ঘটনাকে ঘিরে বুধবার দশম দিনের মতো নজিরবিহীন কারফিউতে অবরুদ্ধ রয়েছে ভূ-স্বর্গ খ্যাত কাশ্মীর। কারফিউর কারণে এবার সেখানকার মুসলিমরা ঈদুল আজহার নামাজ পড়তে পারেনি এবং কোরবানিও দিতে পারেনি।