ঘণ্টা প্রতি ভারতে ১৫ জনের আত্মহত্যা
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৯ ১১:০২
ভারতে আত্মহত্যা প্রবণতা এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জন নারী-পুরুষ আত্মহত্যা করছেন।
এনসিআরবি বলছে, প্রতি চার মিনিটে এক জন করে আত্মহত্যা করার রেকর্ড এখন ভারতে। আর এই ক্ষেত্রে নারীদের পেছনে ফেলে এগিয়ে রয়েছেন পুরুষরা। মোট আত্মহত্যার ঘটনার ৬৮ শতাংশ আত্মহত্যা করেছেন পুরুষরা।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে মোট ১৩ লাখ ৩ হাজার ৬২৩ জন আত্মহত্যা করেছিলেন। সেখান থেকে ২ শতাংশ কমে ২০১৬ সালে মোট আত্মহত্যাকারীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮ জন।
১৯৬৪ সাল থেকে ২০১০ সালে আত্মহত্যার ঘটনা হ্রাস পেয়েছে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ। যা ২০১৪ সালে আরও কমে হয় ১০ দশমিক ৫৮ শতাংশ। যদিও ২০১৫ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১০ দশমিক ৬০ শতাংশ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পারিবারিক সমস্যা, মানসিক অবসাদ, অসুস্থতার কারণেই দেশে পুরুষ ও নারীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৯ ১১:০২

ভারতে আত্মহত্যা প্রবণতা এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, প্রতি ঘণ্টায় গড়ে ১৫ জন নারী-পুরুষ আত্মহত্যা করছেন।
এনসিআরবি বলছে, প্রতি চার মিনিটে এক জন করে আত্মহত্যা করার রেকর্ড এখন ভারতে। আর এই ক্ষেত্রে নারীদের পেছনে ফেলে এগিয়ে রয়েছেন পুরুষরা। মোট আত্মহত্যার ঘটনার ৬৮ শতাংশ আত্মহত্যা করেছেন পুরুষরা।
রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে মোট ১৩ লাখ ৩ হাজার ৬২৩ জন আত্মহত্যা করেছিলেন। সেখান থেকে ২ শতাংশ কমে ২০১৬ সালে মোট আত্মহত্যাকারীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮ জন।
১৯৬৪ সাল থেকে ২০১০ সালে আত্মহত্যার ঘটনা হ্রাস পেয়েছে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ। যা ২০১৪ সালে আরও কমে হয় ১০ দশমিক ৫৮ শতাংশ। যদিও ২০১৫ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১০ দশমিক ৬০ শতাংশ।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পারিবারিক সমস্যা, মানসিক অবসাদ, অসুস্থতার কারণেই দেশে পুরুষ ও নারীদের মধ্যে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।