ভারতের স্বীকারোক্তি: পাকিস্তানি মনে করে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৯ ১৭:৩১
পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানি হেলিকপ্টার মনে করে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করেছিল ভারত।
এনডিটিভি জানায়, ২৭ ফেব্রুয়ারির এই ঘটনাকে একটি ‘বড় ভুল’ বলে স্বীকার করে নিল ভারতের কেন্দ্রীয় সরকার।
বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, ‘সেই সময় পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে ভুল করে ওই হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়। এই ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষী সাব্যস্তও করা হয়েছে।’
ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই কাশ্মীর উপত্যকার বুদগামে এমআই ১৭ হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়। এই ঘটনায় নিহত হয় ভারতীয় বিমানবাহিনীর ৬ সদস্য।
গত মাসে ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়াও এই ঘটনাটিকে একটি ‘বড় ভুল’ বলে বর্ণনা করেন। এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২১ নভেম্বর, ২০১৯ ১৭:৩১
পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানি হেলিকপ্টার মনে করে নিজেদের হেলিকপ্টার ভূপাতিত করেছিল ভারত।
এনডিটিভি জানায়, ২৭ ফেব্রুয়ারির এই ঘটনাকে একটি ‘বড় ভুল’ বলে স্বীকার করে নিল ভারতের কেন্দ্রীয় সরকার।
বুধবার লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, ‘সেই সময় পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে ভুল করে ওই হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়। এই ঘটনার তদন্ত শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দোষী সাব্যস্তও করা হয়েছে।’
ভূপৃষ্ঠ থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই কাশ্মীর উপত্যকার বুদগামে এমআই ১৭ হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়। এই ঘটনায় নিহত হয় ভারতীয় বিমানবাহিনীর ৬ সদস্য।
গত মাসে ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদৌরিয়াও এই ঘটনাটিকে একটি ‘বড় ভুল’ বলে বর্ণনা করেন। এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।