৯১ যাত্রীসহ ভেঙে পড়ল পাকিস্তানের বিমান (ভিডিও)
অনলাইন ডেস্ক | ২২ মে, ২০২০ ১৬:৫৮
করাচির কাছের একটি লোকালয়ে ভেঙে পড়েছে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি ফ্লাইট।
দ্য ডন জানিয়েছে, শুক্রবার সকালে ৯১ জন যাত্রীকে নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এ-৩২০ বিমানটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা ঠিক কত, তা জানা যায়নি।
বিমান সংস্থাটির মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। একই সঙ্গে ছিলেন আটজন বিমানকর্মী।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে । অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে।
জিন্নাহ গ্রাউন্ডের কাছে ভেঙে পড়া বিমানটি থেকে আশপাশের অনেক বাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে অনেক মানুষের প্রাণহানি হতে পারে।
#Breaking; #PIA plane crash. horrible scenes as witness revealing that #Airbus 320 'hits houses. #Watch ; pic.twitter.com/b9mzgD9kTQ
— Ravinder Singh Robin ਰਵਿੰਦਰ ਸਿੰਘ راویندرسنگھ روبن (@rsrobin1) May 22, 2020
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ মে, ২০২০ ১৬:৫৮

করাচির কাছের একটি লোকালয়ে ভেঙে পড়েছে পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি ফ্লাইট।
দ্য ডন জানিয়েছে, শুক্রবার সকালে ৯১ জন যাত্রীকে নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এ-৩২০ বিমানটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের সংখ্যা ঠিক কত, তা জানা যায়নি।
বিমান সংস্থাটির মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। একই সঙ্গে ছিলেন আটজন বিমানকর্মী।
দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে । অ্যাম্বুলেন্স ও স্থানীয় প্রশাসন ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে।
জিন্নাহ গ্রাউন্ডের কাছে ভেঙে পড়া বিমানটি থেকে আশপাশের অনেক বাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে অনেক মানুষের প্রাণহানি হতে পারে।
#Breaking; #PIA plane crash. horrible scenes as witness revealing that #Airbus 320 'hits houses. #Watch ; pic.twitter.com/b9mzgD9kTQ
— Ravinder Singh Robin ਰਵਿੰਦਰ ਸਿੰਘ راویندرسنگھ روبن (@rsrobin1) May 22, 2020