গুজরাটে করোনা হাসপাতালে আগুন, ৬ রোগীর মৃত্যু
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২০ ১৫:৪০
ভারতে গুজরাট শহরে একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রাজকোটের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশালিস্ট ট্রাস্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে অগ্নিকাণ্ডর সূত্রপাত বলে জানা যায়।
আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। রাজকোট শহরের এই হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন করোনা রোগী ছিলেন। অন্তত ৩৩ করোনা রোগীর চিকিৎসার চলছিল।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ফায়ার সার্ভিস জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।
আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের করোনা রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।
করোনা সংকটের মধ্যেই বিগত কয়েক মাসে বেশ কয়েকটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই আইসিইউ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে।
৬ আগস্ট ভোরে গুজরাটেই করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন মারা যান। ৪০ জন করোনা রোগী সেখানে ভর্তি ছিলেন। মৃতরা প্রত্যেকেই ছিলেন আইসিইউ ওয়ার্ডে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২০ ১৫:৪০

ভারতে গুজরাট শহরে একটি করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
রাজকোটের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশালিস্ট ট্রাস্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে অগ্নিকাণ্ডর সূত্রপাত বলে জানা যায়।
আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। রাজকোট শহরের এই হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন করোনা রোগী ছিলেন। অন্তত ৩৩ করোনা রোগীর চিকিৎসার চলছিল।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ফায়ার সার্ভিস জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।
আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের করোনা রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।
করোনা সংকটের মধ্যেই বিগত কয়েক মাসে বেশ কয়েকটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই আইসিইউ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে।
৬ আগস্ট ভোরে গুজরাটেই করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন মারা যান। ৪০ জন করোনা রোগী সেখানে ভর্তি ছিলেন। মৃতরা প্রত্যেকেই ছিলেন আইসিইউ ওয়ার্ডে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।