পাকিস্তানে পোলিও টিকা কেন্দ্রে বন্দুক হামলা, পুলিশ সদস্য নিহত
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ২৩:১১
পাকিস্তানে একটি পোলিও কেন্দ্রে বন্দুক হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া অঞ্চলের প্রত্যন্ত শহর কারাকে এ ঘটনা ঘটে।
পোলিওর টিকাদান কর্মসূচির সময় সশস্ত্র বাইক-আরোহীরা এ হামলা চালায়। শহরটিতে গত বছর ১৫টি শিশু পোলিওতে আক্রান্ত হয়েছিল। পোলিও রুখতে একটি কেন্দ্রে টিকা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা।
কারাকের পুলিশ অফিসার মোহাম্মদ ইশহাক খান বলেন, ‘পুলিশ যখন স্বাস্থ্যকর্মীদের এসকর্ট করে টিকাকেন্দ্রে নিয়ে আসছিল, তখনই সেখানে হামলা করে সশস্ত্র বাইক-আরোহীরা। তারা গুলি চালায়। আমাদের সহকর্মী জুনেইদ উল্লাহ মারা যান। যে গাড়িতে পোলিও কর্মীরা ছিলেন, সেখানেও তারা গুলি চালায়।’
তিনি জানান, পুলিশ এখন ওই দুই অপরাধীর খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। একদিনের জন্য টিকা দেয়ার কাজ বন্ধ রাখা হয়েছে।
পাকিস্তানে এখন পোলিও টিকা দেওয়ার অভিযান চলছে। দেশজুড়ে পাঁচ বছরের কম বয়সী চার কোটি বাচ্চাকে পোলিও টিকা দেয়া হচ্ছে। দুই লাখ ৮৫ হাজার স্বাস্থ্যকর্মী টিকা দেয়া ও ব্যবস্থাপনার কাজ করছেন।
অতীতেও দেখা গেছে, পোলিও ভ্যাকসিন দেয়ার কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। কিছু চরমপন্থী সংগঠন এই ধরনের আক্রমণ চালায়।
তালেবানের দাবি, এই ধরনের টিকা দেওয়ার মাধ্যমে পশ্চিমা দেশগুলি গুপ্তচরবৃত্তি চালায়। তাদের অভিযোগ, বর্তমানে জেলে বন্দী চিকিৎসক শাকিল আফ্রিদি হেপাটাইটিস ভ্যাকসিন দেয়ার নাম করে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের সম্পর্কে খবর নিয়েছিলেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে সেই খবর দিয়ে সাহায্য করেছিলেন। তারপর মার্কিন স্পেশাল ফোর্স ২০১১ সালের মে মাসে পাকিস্তানে গিয়ে লাদেনকে হত্যা করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ২৩:১১

পাকিস্তানে একটি পোলিও কেন্দ্রে বন্দুক হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া অঞ্চলের প্রত্যন্ত শহর কারাকে এ ঘটনা ঘটে।
পোলিওর টিকাদান কর্মসূচির সময় সশস্ত্র বাইক-আরোহীরা এ হামলা চালায়। শহরটিতে গত বছর ১৫টি শিশু পোলিওতে আক্রান্ত হয়েছিল। পোলিও রুখতে একটি কেন্দ্রে টিকা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মীরা।
কারাকের পুলিশ অফিসার মোহাম্মদ ইশহাক খান বলেন, ‘পুলিশ যখন স্বাস্থ্যকর্মীদের এসকর্ট করে টিকাকেন্দ্রে নিয়ে আসছিল, তখনই সেখানে হামলা করে সশস্ত্র বাইক-আরোহীরা। তারা গুলি চালায়। আমাদের সহকর্মী জুনেইদ উল্লাহ মারা যান। যে গাড়িতে পোলিও কর্মীরা ছিলেন, সেখানেও তারা গুলি চালায়।’
তিনি জানান, পুলিশ এখন ওই দুই অপরাধীর খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। একদিনের জন্য টিকা দেয়ার কাজ বন্ধ রাখা হয়েছে।
পাকিস্তানে এখন পোলিও টিকা দেওয়ার অভিযান চলছে। দেশজুড়ে পাঁচ বছরের কম বয়সী চার কোটি বাচ্চাকে পোলিও টিকা দেয়া হচ্ছে। দুই লাখ ৮৫ হাজার স্বাস্থ্যকর্মী টিকা দেয়া ও ব্যবস্থাপনার কাজ করছেন।
অতীতেও দেখা গেছে, পোলিও ভ্যাকসিন দেয়ার কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। কিছু চরমপন্থী সংগঠন এই ধরনের আক্রমণ চালায়।
তালেবানের দাবি, এই ধরনের টিকা দেওয়ার মাধ্যমে পশ্চিমা দেশগুলি গুপ্তচরবৃত্তি চালায়। তাদের অভিযোগ, বর্তমানে জেলে বন্দী চিকিৎসক শাকিল আফ্রিদি হেপাটাইটিস ভ্যাকসিন দেয়ার নাম করে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের সম্পর্কে খবর নিয়েছিলেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে সেই খবর দিয়ে সাহায্য করেছিলেন। তারপর মার্কিন স্পেশাল ফোর্স ২০১১ সালের মে মাসে পাকিস্তানে গিয়ে লাদেনকে হত্যা করে।