জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে মমতা
অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২৯
কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
ভারতে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবেই জনরোষের আঁচ লেগেছে দেশের শাসকদল বিজেপি’র গায়ে। এ পরিস্থিতিতে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নিজের কার্যালয় নবান্নের পথে পাড়ি দিতে পারেন তিনি।
সেখানে বলা হয়, সকাল ১১টা নাগাদ ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দিতে পারেন মমতা। চালকের আসনে থাকতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
তবে মমতার অভিনব প্রতিবাদে অবাক হওয়ার কিছু দেখছেন না অনেকে। অতীতে নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তাকে দু’চাকার বাহনে সফর করতে দেখা গিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, রাজনীতির ময়দানে মমতাকে ‘পথের লড়াই’য়ে টেক্কা দেওয়া অত্যন্ত কঠিন। রাজপথ থেকে জনতার আওয়াজকে দেশের শাসকদের কানে পৌঁছে দিতে ‘অগ্নিকন্যা’র জুড়ি মেলা ভার। ফলে স্বাভাবিকভাবেই, মুখমন্ত্রী যদি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামেন তাহলে মোদি সরকারের ওপর চাপ আরও বাড়বে।
এ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার এই পদক্ষেপ রীতিমতো চাপে ফেলতে পারে গেরুয়া শিবিরকে।
শুধু জ্বালানি তেল নয় গ্যাসের দামও বেড়েছে ভারতে। এ নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ। তার মাঝে প্রতিবাদে নামলেন মমতা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:২৯

ভারতে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবেই জনরোষের আঁচ লেগেছে দেশের শাসকদল বিজেপি’র গায়ে। এ পরিস্থিতিতে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নিজের কার্যালয় নবান্নের পথে পাড়ি দিতে পারেন তিনি।
সেখানে বলা হয়, সকাল ১১টা নাগাদ ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দিতে পারেন মমতা। চালকের আসনে থাকতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
তবে মমতার অভিনব প্রতিবাদে অবাক হওয়ার কিছু দেখছেন না অনেকে। অতীতে নন্দীগ্রাম আন্দোলনের সময়ও তাকে দু’চাকার বাহনে সফর করতে দেখা গিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, রাজনীতির ময়দানে মমতাকে ‘পথের লড়াই’য়ে টেক্কা দেওয়া অত্যন্ত কঠিন। রাজপথ থেকে জনতার আওয়াজকে দেশের শাসকদের কানে পৌঁছে দিতে ‘অগ্নিকন্যা’র জুড়ি মেলা ভার। ফলে স্বাভাবিকভাবেই, মুখমন্ত্রী যদি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামেন তাহলে মোদি সরকারের ওপর চাপ আরও বাড়বে।
এ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতার এই পদক্ষেপ রীতিমতো চাপে ফেলতে পারে গেরুয়া শিবিরকে।
শুধু জ্বালানি তেল নয় গ্যাসের দামও বেড়েছে ভারতে। এ নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ। তার মাঝে প্রতিবাদে নামলেন মমতা।