ডাল দিয়ে দাবানল নেভাতে গিয়ে হাসির পাত্র ভারতীয় মন্ত্রী
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০২১ ১৪:০৭
ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চল পুড়ছে দাবানলে। সেই আগুন দেখতে দিয়ে রাজ্যটির বনমন্ত্রী যা করেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়েছে।
একটি ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে, বনমন্ত্রী হরক সিং রাওয়াত একটি শুকনো গাছের ডাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আর তা ক্যামেরাবন্দী করছেন সাংবাদিকেরা।
কিন্তু শুকনো ডালপালা দিয়ে আগুন নেভাতে গিয়ে আরও বিপদ ডেকে আনছিলেন মন্ত্রী। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
গত জানুয়ারি মাস থেকে একের পর এক দাবানলের খবর পাওয়া যাচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকা, নাগাল্যান্ড-মণিপুর সীমান্তে জৌকু উপত্যকায়। কেন বারবার প্রকৃতি আগুনের গ্রাসে আসছে তা নিয়ে চিন্তিত পরিবেশবিদ থেকে শুরু করে দেশটির বন মন্ত্রণালয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে মানুষই দায়ী এই দাবানলের জন্য।
উত্তরাখণ্ডে সম্প্রতি যে দাবানল ছড়িয়েছে তা কয়েক হেক্টর বনভূমি ছারখার করে দিয়েছে। বিপদে বন্য প্রাণ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল নামাতে হয়েছে দাবানল আয়ত্তে আনতে। বিমানবাহিনী চপারে করে পানি ঢালছে আকাশ থেকে। এর ভেতর মন্ত্রীর অমন কাণ্ড!
Uttarakhand forest minister @drhsrawatuk with his staff members dousing forest fire in Pauri district Monday evening @IndianExpress pic.twitter.com/w1YYOEkkS0
— Lalmani Verma (@LalmaniVerma838) April 6, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ এপ্রিল, ২০২১ ১৪:০৭

ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চল পুড়ছে দাবানলে। সেই আগুন দেখতে দিয়ে রাজ্যটির বনমন্ত্রী যা করেছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়েছে।
একটি ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে, বনমন্ত্রী হরক সিং রাওয়াত একটি শুকনো গাছের ডাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আর তা ক্যামেরাবন্দী করছেন সাংবাদিকেরা।
কিন্তু শুকনো ডালপালা দিয়ে আগুন নেভাতে গিয়ে আরও বিপদ ডেকে আনছিলেন মন্ত্রী। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।
গত জানুয়ারি মাস থেকে একের পর এক দাবানলের খবর পাওয়া যাচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকা, নাগাল্যান্ড-মণিপুর সীমান্তে জৌকু উপত্যকায়। কেন বারবার প্রকৃতি আগুনের গ্রাসে আসছে তা নিয়ে চিন্তিত পরিবেশবিদ থেকে শুরু করে দেশটির বন মন্ত্রণালয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে মানুষই দায়ী এই দাবানলের জন্য।
উত্তরাখণ্ডে সম্প্রতি যে দাবানল ছড়িয়েছে তা কয়েক হেক্টর বনভূমি ছারখার করে দিয়েছে। বিপদে বন্য প্রাণ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল নামাতে হয়েছে দাবানল আয়ত্তে আনতে। বিমানবাহিনী চপারে করে পানি ঢালছে আকাশ থেকে। এর ভেতর মন্ত্রীর অমন কাণ্ড!
Uttarakhand forest minister @drhsrawatuk with his staff members dousing forest fire in Pauri district Monday evening @IndianExpress pic.twitter.com/w1YYOEkkS0
— Lalmani Verma (@LalmaniVerma838) April 6, 2021