গোমাংস ঘিরে উত্তেজনা ত্রিপুরায়, বিএসএফ-গ্রামবাসী সংঘর্ষে আহত ৫
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১১:৪৯
কাটা হচ্ছে গরুর মাংস। আর তাই নিয়ে চরম উত্তেজনা ছড়াল ভারতের ত্রিপুরায়। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সোনামুড়ার মতিনগর ফকিরাদোলা এলাকায়। এর জেরে গতকাল সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় গ্রামবাসীরা। সংঘর্ষের জেরে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।
রবিবার মতিনগর গ্রাম পঞ্চায়েতের ফকিরাদোলা এলাকা বাসিন্দারা অনুষ্ঠানের জন্য গরুর মাংস কাটছিল রান্না করার উদ্দেশ্যে। এদিকে গোমাংস কাটার খবর পেয়ে সেখানে পৌঁছান ইউএনসি নগর বর্ডার আউটপোস্টে নিযুক্ত বিএসএফ জওয়ানরা। দুই পক্ষের বচসা শুরু হয় গোমাংস নিয়ে। বচসা বাড়তে থাকলে বিএসএফ গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপর গ্রামবাসীরাও পাল্টা বিএসএফ জওয়ানদের তাড়া করে।
গ্রামবাসীদের তাড়াতে গিয়ে গুরুতর আহত হন এক বিএসএফ জওয়ান। বিএসএফ-এর দাবি, টহলের সময় জওয়ানরা দেখতে পান যে রাস্তার ধারে গরুর মাংস কাটছে গ্রামবাসীরা। সেখানে গোমাংস কাটতে বারণ কার হলে চটে যায় তারা।
বিএসএফ-এর লাঠিচার্জে এক নারী সহ চার গ্রামবাসী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় সোনামুড়া ও বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি তোলে গ্রামবাসীরা। পরে গোকুলনগরের হেড কোয়ার্টার থেকে বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, টিএসআর ও বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এলাকায়। গোটা এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বলে জানা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ১১:৪৯

কাটা হচ্ছে গরুর মাংস। আর তাই নিয়ে চরম উত্তেজনা ছড়াল ভারতের ত্রিপুরায়। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সোনামুড়ার মতিনগর ফকিরাদোলা এলাকায়। এর জেরে গতকাল সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় গ্রামবাসীরা। সংঘর্ষের জেরে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।
রবিবার মতিনগর গ্রাম পঞ্চায়েতের ফকিরাদোলা এলাকা বাসিন্দারা অনুষ্ঠানের জন্য গরুর মাংস কাটছিল রান্না করার উদ্দেশ্যে। এদিকে গোমাংস কাটার খবর পেয়ে সেখানে পৌঁছান ইউএনসি নগর বর্ডার আউটপোস্টে নিযুক্ত বিএসএফ জওয়ানরা। দুই পক্ষের বচসা শুরু হয় গোমাংস নিয়ে। বচসা বাড়তে থাকলে বিএসএফ গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপর গ্রামবাসীরাও পাল্টা বিএসএফ জওয়ানদের তাড়া করে।
গ্রামবাসীদের তাড়াতে গিয়ে গুরুতর আহত হন এক বিএসএফ জওয়ান। বিএসএফ-এর দাবি, টহলের সময় জওয়ানরা দেখতে পান যে রাস্তার ধারে গরুর মাংস কাটছে গ্রামবাসীরা। সেখানে গোমাংস কাটতে বারণ কার হলে চটে যায় তারা।
বিএসএফ-এর লাঠিচার্জে এক নারী সহ চার গ্রামবাসী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় সোনামুড়া ও বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি তোলে গ্রামবাসীরা। পরে গোকুলনগরের হেড কোয়ার্টার থেকে বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, টিএসআর ও বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এলাকায়। গোটা এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বলে জানা গেছে।