‘এর চেয়ে পাকিস্তানে পারমাণবিক বোমা ফেলাও ভালো’
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২২ ১৮:৫১
এক মাস আগে ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির নতুন সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘চোরদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে দেশে একটি পারমাণবিক বোমা ফেলাও ভাল ছিল’। তিনি বলেন, বর্তমানে যারা পাকিস্তানের ক্ষমতায় গেছেন তদের হাতে দেশের যতটা ক্ষতি হবে পারমণাবিক বোমা ফেললেও অতটা ক্ষতি হত না।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ইমরান খান শুক্রবার তার বানিগালার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান আরও বলেন, তিনি দেশের ওপর ‘চোরদের’ ফের চেপে বসা দেখে হতবাক হয়ে গেছেন।
তিনি বলেন, এই লোকদের হাতে দেশের নেতৃত্ব দেওয়ার চেয়ে দেশের ওপর একটি পারমাণবিক বোমা ফেলাও ভাল হত।
ইমরান খান বলেন, যেসব ক্ষমতাবান লোক তাকে ‘পূর্ববর্তী শাসকদের’ দুর্নীতির গল্প শোনাতেন তারাই এখন তাকে অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিবর্তে তার নিজের সরকারের কার্যক্রমের মূল্যায়নের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন যে, ক্ষমতায় আসা চোরেরা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে কোন সরকারী কর্মকর্তারা এখন ‘এই অপরাধীদের’ মামলার তদন্ত করবেন।
ওদিকে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বক্তৃতা দিয়ে পাকিস্তানের জনগণের মন বিষিয়ে তুলছেন।
নতুন সরকার গঠনের পর জাতীয় পরিষদের প্রথম নিয়মিত অধিবেশনে শেহবাজ বলেন, ইমরান খান এখন সরকারে থাকা রাজনীতিবিদদের চোর এবং ডাকাত বলে জাতিকে বিভক্ত করছেন।
ইমরান খান এদিন শেহবাজ শরীফের সরকারকে সতর্ক করে দেন যে, আগামী ২০ মে অনুষ্ঠেয় লং মার্চের সময় কোনও শক্তিই তাদের রাজধানীতে প্রবেশ করা ঠেকাতে পারবে না।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এর নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে ইমরান খান বলেন, ২০ লাখেরও বেশি মানুষ সত্যিকারের স্বাধীনতা পেতে এবং ‘আমদানি করা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইসলামাবাদে পৌঁছাবে’।
ইমরান খান শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারকে বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কন্টেইনারই রাস্তায় রাখা হোক না কেন রাজধানীতে ২০ লাখ লোক আসবে।
ইমরান খান বলেন, ‘বিরোধীরা আমাদের বলে তাপমাত্রা বেশি হলে নাকি মানুষ বের হবে না। যত কন্টেইনার রাখতে চান রাখুন, কিন্তু ২০ লাখ মানুষ ইসলামাবাদে আসবে’।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের বলেন যে, বর্তমান সরকার তাদের আবেগকে ‘ভয়’ পায় এবং ১১টি দল তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছিল’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ মে, ২০২২ ১৮:৫১

এক মাস আগে ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির নতুন সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘চোরদের হাতে ক্ষমতা দেওয়ার চেয়ে দেশে একটি পারমাণবিক বোমা ফেলাও ভাল ছিল’। তিনি বলেন, বর্তমানে যারা পাকিস্তানের ক্ষমতায় গেছেন তদের হাতে দেশের যতটা ক্ষতি হবে পারমণাবিক বোমা ফেললেও অতটা ক্ষতি হত না।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ইমরান খান শুক্রবার তার বানিগালার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান আরও বলেন, তিনি দেশের ওপর ‘চোরদের’ ফের চেপে বসা দেখে হতবাক হয়ে গেছেন।
তিনি বলেন, এই লোকদের হাতে দেশের নেতৃত্ব দেওয়ার চেয়ে দেশের ওপর একটি পারমাণবিক বোমা ফেলাও ভাল হত।
ইমরান খান বলেন, যেসব ক্ষমতাবান লোক তাকে ‘পূর্ববর্তী শাসকদের’ দুর্নীতির গল্প শোনাতেন তারাই এখন তাকে অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিবর্তে তার নিজের সরকারের কার্যক্রমের মূল্যায়নের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া শুরু করেছেন।
তিনি আরও বলেন যে, ক্ষমতায় আসা চোরেরা রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে কোন সরকারী কর্মকর্তারা এখন ‘এই অপরাধীদের’ মামলার তদন্ত করবেন।
ওদিকে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে বক্তৃতা দিয়ে পাকিস্তানের জনগণের মন বিষিয়ে তুলছেন।
নতুন সরকার গঠনের পর জাতীয় পরিষদের প্রথম নিয়মিত অধিবেশনে শেহবাজ বলেন, ইমরান খান এখন সরকারে থাকা রাজনীতিবিদদের চোর এবং ডাকাত বলে জাতিকে বিভক্ত করছেন।
ইমরান খান এদিন শেহবাজ শরীফের সরকারকে সতর্ক করে দেন যে, আগামী ২০ মে অনুষ্ঠেয় লং মার্চের সময় কোনও শক্তিই তাদের রাজধানীতে প্রবেশ করা ঠেকাতে পারবে না।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এর নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে ইমরান খান বলেন, ২০ লাখেরও বেশি মানুষ সত্যিকারের স্বাধীনতা পেতে এবং ‘আমদানি করা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে ইসলামাবাদে পৌঁছাবে’।
ইমরান খান শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারকে বলেন, প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যত কন্টেইনারই রাস্তায় রাখা হোক না কেন রাজধানীতে ২০ লাখ লোক আসবে।
ইমরান খান বলেন, ‘বিরোধীরা আমাদের বলে তাপমাত্রা বেশি হলে নাকি মানুষ বের হবে না। যত কন্টেইনার রাখতে চান রাখুন, কিন্তু ২০ লাখ মানুষ ইসলামাবাদে আসবে’।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের বলেন যে, বর্তমান সরকার তাদের আবেগকে ‘ভয়’ পায় এবং ১১টি দল তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছিল’।