পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১৭:০০
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক যানের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় তিনটি শিশু ও তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন।
রবিবার দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর জিওটিভির।
আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় শনিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে। নিহত তিন সেনা সদস্য হলেন হাবিলদার জুবায়ের কাদির ও সিপাহী আসগর ও কাসিম মাকসুদ। নিহত তিন শিশু হলো- আনাম (৪), আহসান (৮) ও আহমেদ জাসান (১১)।
এই ঘটনার পর আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত এবং তার সগযোগীদের ধরতে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে বিচারের প্রতিশ্রুতি ও শিশু হত্যাকারীদের ‘ইসলাম ও মানবতার শত্রু’ বলে অভিহিত করেছেন।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলাকে একসময় দেশটিতে ‘জঙ্গিবাদের আঁতুড়ঘর’ মনে করা হতো। দেশটির আধা স্বায়ত্তশাসিত যে সাতটি আদিবাসী অঞ্চল রয়েছে, তার মধ্যে একটি হলো উত্তর ওয়াজিরিস্তান।
পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিতি টিটিপিকে উৎখাতে ২০১৪ সাল থেকে সেখানে সেনা অভিযান চলছে। আফগান তালেবানরা গত বছরের আগস্টে কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানেও তালেবানের তৎপরতা বেড়ে গেছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ মে, ২০২২ ১৭:০০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক যানের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় তিনটি শিশু ও তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন।
রবিবার দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর জিওটিভির।
আইএসপিআর জানায়, উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় শনিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে। নিহত তিন সেনা সদস্য হলেন হাবিলদার জুবায়ের কাদির ও সিপাহী আসগর ও কাসিম মাকসুদ। নিহত তিন শিশু হলো- আনাম (৪), আহসান (৮) ও আহমেদ জাসান (১১)।
এই ঘটনার পর আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত এবং তার সগযোগীদের ধরতে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে বিচারের প্রতিশ্রুতি ও শিশু হত্যাকারীদের ‘ইসলাম ও মানবতার শত্রু’ বলে অভিহিত করেছেন।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলাকে একসময় দেশটিতে ‘জঙ্গিবাদের আঁতুড়ঘর’ মনে করা হতো। দেশটির আধা স্বায়ত্তশাসিত যে সাতটি আদিবাসী অঞ্চল রয়েছে, তার মধ্যে একটি হলো উত্তর ওয়াজিরিস্তান।
পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিতি টিটিপিকে উৎখাতে ২০১৪ সাল থেকে সেখানে সেনা অভিযান চলছে। আফগান তালেবানরা গত বছরের আগস্টে কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানেও তালেবানের তৎপরতা বেড়ে গেছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।