শুধু মা দিবস কেন, পালিত হোক স্ত্রী দিবসও, দাবি বিজেপি মন্ত্রীর
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১১:৫৫
মা দিবসের মতো স্ত্রী দিবস পালনের দাবি তুলে আবারও আলোচনায় ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা রামদাস আঠওয়ালে।
এর আগে, করোনা মহামারি চলাকালে ‘গো করোনা গো’ বললে দেশ থেকে করোনাভাইরাস বিদায় নেবে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন এই বিজেপি মন্ত্রী।
মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালিত হয়। তবে এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও। রবিবার এমনটাই দাবি জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মহারাষ্ট্রের সাংলিতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে আঠওয়ালে এমন দাবি জানান।
আঠওয়ালে বলেন, ‘একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভালো-মন্দ সময়ে পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। আমাদের উচিত স্ত্রী দিবসও উদ্যাপন করা।’
এর আগেও নিজের করা মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন আঠওয়ালে। করোনা মহামারিকালে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। পাশাপাশি মন্তব্য করেন, ‘গো করোনা গো’ বললে দেশ থেকে আপনা থেকেই বিদেয় নেবে কোভিড। এই মন্তব্যের কারণে নেটিজেনদের বিদ্রূপেরও শিকার হয়েছিলেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ মে, ২০২২ ১১:৫৫

মা দিবসের মতো স্ত্রী দিবস পালনের দাবি তুলে আবারও আলোচনায় ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা রামদাস আঠওয়ালে।
এর আগে, করোনা মহামারি চলাকালে ‘গো করোনা গো’ বললে দেশ থেকে করোনাভাইরাস বিদায় নেবে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন এই বিজেপি মন্ত্রী।
মে মাসের দ্বিতীয় রবিবার আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালিত হয়। তবে এখন থেকে শুধু মা দিবস নয়, পাশাপাশি পালিত হোক স্ত্রী দিবসও। রবিবার এমনটাই দাবি জানান কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মহারাষ্ট্রের সাংলিতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে আঠওয়ালে এমন দাবি জানান।
আঠওয়ালে বলেন, ‘একজন মা সন্তানকে জন্ম দিলেও একজন স্ত্রী স্বামীর ভালো-মন্দ সময়ে পাশে থাকেন। প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। আমাদের উচিত স্ত্রী দিবসও উদ্যাপন করা।’
এর আগেও নিজের করা মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন আঠওয়ালে। করোনা মহামারিকালে তিনি দেশ থেকে করোনা তাড়ানোর জন্য যজ্ঞ করেছিলেন। পাশাপাশি মন্তব্য করেন, ‘গো করোনা গো’ বললে দেশ থেকে আপনা থেকেই বিদেয় নেবে কোভিড। এই মন্তব্যের কারণে নেটিজেনদের বিদ্রূপেরও শিকার হয়েছিলেন তিনি।