গম রপ্তানিতে ‘কিছুটা’ ছাড় ভারতের
অনলাইন ডেস্ক | ১৭ মে, ২০২২ ১৬:১০
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব বাজারে গমের দাম বাড়ছে হুড়মুড়িয়ে। এর মাঝেই সম্প্রতি গম রপ্তানি বন্ধের সিদ্ধান্তের জানায় ভারত। এর নিয়ে আমদানিকারক দেশগুলোর প্রতিক্রিয়া ছিল নেতিবাচক, বিশেষত ইউরোপের একাধিক দেশ তীব্র অসন্তোষ প্রকাশ করে।
মঙ্গলবার দুপুরে হিন্দুস্থান টাইমস জানায়, এমন অসন্তোষের মাঝেই গমের রপ্তানিতে কিছুটা ছাড় দিল দেশটির কেন্দ্র।
এক প্রতিবেদনে বলা হয়, গমের রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ১৩ মে বা তার আগে গমের যে ‘কনসাইমেন্টগুলো’ শুল্ক দপ্তরের হাতে পরীক্ষার জন্য তুলে দেওয়া হয়েছে এবং নথিভুক্ত হয়ে গেছে, সেগুলো বিদেশে পাঠানো যাবে। অর্থাৎ সার্বিকভাবে বিধিনিষেধ বজায় থাকল।
মার্চের মাঝামাঝিতে ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। সেই কারণে দেশটিতে গমের উৎপাদন হ্রাস পায়। গমের দাম রেকর্ড বৃদ্ধি পায়। এপ্রিলে দাম ৬.৯৫% বেড়েছে। এরপর মাস গড়াতেই আসে রপ্তানি বন্ধের ঘোষণা। করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়।
ভারতের সেই সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্বের একাধিক দেশ। জার্মানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘জি-৭ ভারতের এই সিদ্ধান্তের নিন্দা করছে।’ তবে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতকে দোষারোপ করলে খাদ্য সংকট মিটবে না।’ সঙ্গে বলা হয়েছে, ‘আজ জি-৭ দেশগুলো ভারতের কাছে আবেদন করছে যাতে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি না করা হয়, তাহলে এই দেশগুলো খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে নিজেরা কেন নিজেদের গম রপ্তানি বাড়াচ্ছে না?’
এ দিকে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিবেশী দেশ ভারত থেকে গম আনতে পারবে। এ ছাড়া রপ্তানির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব পড়বে না।
এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রপ্তানির ওপর ‘নিষেধাজ্ঞা’র খবর প্রকাশিত হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা রক্ষা, খাদ্য-মূল্যের সঙ্গে সম্পর্কিত মুদ্রাস্ফীতি প্রশমিত করতে এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগসহ অন্যান্য দেশের প্রকৃত চাহিদার সমর্থনে এ ব্যবস্থাগুলো নেয়া হয়েছে।
এতে বলা হয়, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই নির্দেশাবলিতে রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
আরও বলা হয়, এই নির্দেশাবলি ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলো যারা তাদের সরকারের অনুরোধে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নীতির পরিপূরক হিসাবে এই পণ্য সংগ্রহ করতে আগ্রহী তাদের জন্য গম রপ্তানি সরবরাহ বন্ধ হবে না।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ মে, ২০২২ ১৬:১০

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ব বাজারে গমের দাম বাড়ছে হুড়মুড়িয়ে। এর মাঝেই সম্প্রতি গম রপ্তানি বন্ধের সিদ্ধান্তের জানায় ভারত। এর নিয়ে আমদানিকারক দেশগুলোর প্রতিক্রিয়া ছিল নেতিবাচক, বিশেষত ইউরোপের একাধিক দেশ তীব্র অসন্তোষ প্রকাশ করে।
মঙ্গলবার দুপুরে হিন্দুস্থান টাইমস জানায়, এমন অসন্তোষের মাঝেই গমের রপ্তানিতে কিছুটা ছাড় দিল দেশটির কেন্দ্র।
এক প্রতিবেদনে বলা হয়, গমের রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত ১৩ মে বা তার আগে গমের যে ‘কনসাইমেন্টগুলো’ শুল্ক দপ্তরের হাতে পরীক্ষার জন্য তুলে দেওয়া হয়েছে এবং নথিভুক্ত হয়ে গেছে, সেগুলো বিদেশে পাঠানো যাবে। অর্থাৎ সার্বিকভাবে বিধিনিষেধ বজায় থাকল।
মার্চের মাঝামাঝিতে ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। সেই কারণে দেশটিতে গমের উৎপাদন হ্রাস পায়। গমের দাম রেকর্ড বৃদ্ধি পায়। এপ্রিলে দাম ৬.৯৫% বেড়েছে। এরপর মাস গড়াতেই আসে রপ্তানি বন্ধের ঘোষণা। করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়।
ভারতের সেই সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্বের একাধিক দেশ। জার্মানির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘জি-৭ ভারতের এই সিদ্ধান্তের নিন্দা করছে।’ তবে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘ভারতকে দোষারোপ করলে খাদ্য সংকট মিটবে না।’ সঙ্গে বলা হয়েছে, ‘আজ জি-৭ দেশগুলো ভারতের কাছে আবেদন করছে যাতে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি না করা হয়, তাহলে এই দেশগুলো খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে নিজেরা কেন নিজেদের গম রপ্তানি বাড়াচ্ছে না?’
এ দিকে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রতিবেশী দেশ ভারত থেকে গম আনতে পারবে। এ ছাড়া রপ্তানির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব পড়বে না।
এতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে ভারত থেকে গম রপ্তানির ওপর ‘নিষেধাজ্ঞা’র খবর প্রকাশিত হয়েছে। অভ্যন্তরীণ খাদ্যের প্রাপ্যতা রক্ষা, খাদ্য-মূল্যের সঙ্গে সম্পর্কিত মুদ্রাস্ফীতি প্রশমিত করতে এবং ভারতের প্রতিবেশী এবং খাদ্য নিরাপত্তার উদ্বেগসহ অন্যান্য দেশের প্রকৃত চাহিদার সমর্থনে এ ব্যবস্থাগুলো নেয়া হয়েছে।
এতে বলা হয়, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই নির্দেশাবলিতে রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব ফেলবে না।
আরও বলা হয়, এই নির্দেশাবলি ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলো যারা তাদের সরকারের অনুরোধে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নীতির পরিপূরক হিসাবে এই পণ্য সংগ্রহ করতে আগ্রহী তাদের জন্য গম রপ্তানি সরবরাহ বন্ধ হবে না।